এআইকে জোরেসোরে এগিয়ে নেওয়ার পক্ষে ছিলেন অল্টম্যান, অপরদিকে পর্ষদের সিদ্ধান্ত ছিলো রয়ে সয়ে সতর্কতার সঙ্গে প্রযুক্তিটিকে উন্নত করা।
Published : 19 Nov 2023, 05:23 PM
অপ্রত্যাশিতভাবে ওপেনএআইয়ের শীর্ষ পদ থেকে বিদায়ের পর স্যাম অল্টম্যানকে ঘিরে নাটকীয়তা নতুন মোড় নিয়েছে। কোম্পানিটিতে ফিরতেও পারেন জেনারেটিভ এআই জগতের এই তারকা সিইও।
আচমকা অল্টম্যানকে ছাঁটাইয়ের পর তাকে দ্বিতীয় বার পূর্বের পদে আসীন করার কথা ভাবছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সেই প্রস্তাব বিবেচনা করছেন অল্টম্যানও – প্রতিবেদনে বলেছে ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদ প্রকাশনা।
সেটা ঘটলে, তা সিলিকন ভ্যালিতে নেতৃত্ব পরিবর্তনের অস্বাভাবিক এবং বিষ্মিত হওয়ার মতো একটি উপাখ্যানের বিদ্ঘুটে সমাধানের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য উঠে এসেছে সিএনএনের একটি প্রতিবেদনে। প্রযুক্তিসংশ্লিষ্ট মহল বলছে আগামীর পৃথিবী সম্ভবত নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, এবং এই পুনর্বিবেচনার সিদ্ধান্তটির ওপর নির্ভর করছে কার হাতে থাকবে আগামীর পৃথিবীর এআই প্রযুক্তির নেতৃত্ব।
কীভাবে সরানো হলো অল্টম্যানকে?
ঘটনাটি খুবই দ্রুততার সঙ্গে ঘটেছে, একটি এক্সপোস্টে বলেছেন কোম্পানিটির সাবেক প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রুকম্যান।
অল্টম্যানকে ছাঁটাইয়ের ঘটনাটি এতটা আকস্মিকভাবে জনসম্মুখে এসেছে, তার পরপর নিজেও কোম্পানিটি ছেড়ে দেওয়ার কথা বলেছেন এই সহ-প্রতিষ্ঠাতা।
অল্টম্যান ও পরিচালনা পর্ষদের মধ্যকার মতোভেদ এই সিইওর বিদায়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশিষ্ট প্রযুক্তি সাংবাদিক কারা সুইসার। সিএনএন-এ প্রকাশিত এক প্রতিবেদনে ’অল থিংস ডিজিটাল’ প্রযুক্তি সম্মেলনের সহ-উদ্যোক্তা সুইসার লিখেছেন, এআইকে জোরেসোরে এগিয়ে নেওয়ার পক্ষে ছিলেন অল্টম্যান, অপরদিকে পর্ষদের সিদ্ধান্ত ছিলো রয়ে সয়ে সতর্কতার সঙ্গে প্রযুক্তিটিকে উন্নত করা। এ তথ্যে অবগত সূত্রের বরাত দিয়েছেন সুইসার।
পুরো ঘটনা প্রবাহের সারমর্ম হিসাবে দেওয়া এক্সপোস্টটিতে ব্রুকম্যান লিখেছেন, “এখনও বোঝার চেষ্টা করছি, আসলে হয়েছেটা কী।” পোস্টটিকে তার এবং অল্টম্যানের দেওয়া যৌথ বিবৃতি হিসাবে তুলনা করেছে সিএনএনের প্রতিবেদনটিতে।
অল্টম্যান বৃহস্পতিবার সন্ধ্যায় ওপেনএআইয়ের অপর একজন সহপ্রতিষ্ঠাতা এবং মুখ্য বিজ্ঞানী ইলায়া সুটসকেভারের কাছ থেকে একটি বার্তা পান, সেখানে তাকে পরিচালনা পর্ষদের সঙ্গে পরের দিন বৈঠকে অংশগ্রহণ করতে বলা হয়, বলেন ব্রুকম্যান।
“স্যাম গুগল মিটে বৈঠকটিতে যোগ দেন, সেখানে গ্রেগ ছাড়া পুরো পরিচালনা পর্ষদ উপস্থিত ছিলেন,” নিজেকে ইঙ্গিত করে বলেন ব্রুকম্যান। “ইলায়া স্যামকে জানান তাকে বরখাস্ত করা হয়েছে, এবং খুব দ্রুতই সে খবরটি প্রকাশ করা হবে।”
“রাত ১২ টা ১৯ মিনিটে ইলায়া গ্রেগকে পাঠানো একটি বার্তায় দ্রুততার সঙ্গে একটি কল করতে বলেন”, ব্রুকম্যান বলেন “ ১২ টা ২৩ মিনিটে ইলায়া তাকে একটি গুগল মিটের লিংক পাঠান। সে বৈঠকে তাকে জানানো হয় তাকে বোর্ড থেকে অপসারণ করা হয়েছে, (কিন্তু কোম্পানির জন্য তার উপস্থিতি গুরুত্বপূর্ণ বিধায়, তাকে আবার পদে ফিরিয়ে আনা হতে পারে) এবং স্যামকে বরখাস্ত করা হয়েছে। ঠিক সেই সময়ে ওপেনএআই একটি ব্লগ পোস্ট প্রকাশ করে।”
সে বৈঠকের ৩০ মিনিট আগ পর্যন্ত অল্টম্যানের তার অপসারণের ব্যাপারে কোনো ধারণাই ছিলো না, জানিয়েছেন সুইসার।
বোর্ডের সভাপতি খোদ ব্রুকম্যান যখন সভাপতি পদ থেকে নিজের ছাঁটাইয়ের কথা জানাতে পারেন, তখন কোম্পানিটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।
বোর্ডকে এমন সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখেন সুটসকেভার, এবং সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ডেভেলপার সম্মেলনে -যে কেউই তাদের নিজদের চ্যাটজিপিটির সংস্করণ তৈরি করতে পারবে – অল্টম্যানের এমন ঘোষণা থেকে পুরো বিষয়টির সূত্রপাত ঘটে, সূত্রের বরাত দিয়ে বলেন সুইসার। অল্টম্যান সবকিছুতে খুব বাড়াবাড়ি করছেন, করছেন খুব তড়িঘড়িও, যাতে সৃষ্টি হয় বিভাজন রেখা,” ফলস্বরূপ সুটসকেভার “পরিচালনা পর্ষদকে তার নিজের দিকে টানেন।”
অল্টম্যানকে বরখাস্তের পর একটি ঘোষণায় ওপেনএআই দাবি করে, অল্টম্যান বোর্ডের কাছে পর্যাপ্ত পরিমাণ “স্বচ্ছ” ছিলেন না, যার ফলে বোর্ডের দায়িত্ব পালনের সক্ষমতা বাধাগ্রস্থ হয়।
কী হবে এখন?
এমন আকস্মিক সিদ্ধান্তে এটা ফুটে উঠেছে যে, ওপেনএআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অংশীদারও এর ব্যাপারে কতটা আঁধারে ছিলেন।
কোম্পানিটিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করা মাইক্রোসফটেরও কোনো পূর্ব ধারণা ছিলো না এই সিদ্ধান্তের কিছুক্ষণ আগ পর্যন্ত, কোনো সতর্কবার্তা পাননি কর্মীরাও, বলেছেন সুইসার।
ওপেনএআই ব্লগ প্রকাশের পর পর শুক্রবার সন্ধ্যায় একটি এক্স পোস্টে অল্টম্যান লেখেন: “ওপেনএআইয়ে থাকা সময়কে আমি ভালোবেসেছি। এটি আমার মধ্যে ব্যাক্তিগত রূপান্তর ঘটিয়েছে এবং সম্ভবত বিশ্বকেও কিছুটা। এ ধরনের মেধাবী মানুষদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এর পরে কী হয়, তা নিয়ে পরে কখনো বলব।”
“আমার কোনো ভুল থাকলে ওপেনএআইয়ের বোর্ডের উচিৎ আমাকে আমার শেয়ারের সমপরিমাণ মূল্যের জরিমানা করা,” তিনি যোগ করেন।
একটি পোস্টে ব্রুকম্যান ইঙ্গিত করেন তিনি এবং অল্টম্যান ইতোমধ্যেই তাদের পরবর্তী কাজ শুরু করে দিয়েছেন। “দয়া করে চিন্তিত হবেন না, আমরা ভালো থাকবো,” ব্রুকম্যান বলেন দুর্দান্ত কিছু আসছে।”