ডেস্কটপ সার্চেও ‘একটানা স্ক্রলিংয়ের’ সুবিধা আনছে গুগল

২০২১ সালের অক্টোবরে গুগল সার্চ ইঞ্জিনের মোবাইল সংস্করণে চালু হয়েছিল ফিচারটি। তবে, একে ‘সীমাহীন স্ক্রলিং’ হিসেবে বিবেচনা করলে সেটি ভুল হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 12:20 PM
Updated : 6 Dec 2022, 12:20 PM

মোবাইল সংস্করণের পর এবার ডেস্কটপ সংস্করণেও ‘ক্রমাগত স্ক্রলিংয়ের’ ফিচার চালু করছে গুগল। এর ফলে, প্রাসঙ্গিক সার্চ ফলাফল খুঁজতে ব্যবহারকারীকে আর পেইজ বদলাতে হবে না।

২০২১ সালের অক্টোবরে গুগল সার্চ ইঞ্জিনের মোবাইল সংস্করণে চালু হয়েছিল ফিচারটি। তবে, একে ‘সীমাহীন স্ক্রলিং’ হিসেবে বিবেচনা করলে সেটি ভুল হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর সার্চ ফলাফলে সর্বোচ্চ ছয়টি পর্যন্ত পেইজ দেখা যাবে। পরবর্তীতে, আরও ফলাফল দেখতে স্ক্রিনের নীচের অংশে স্ক্রল করলে ‘মোর’ নামের এক বাটন দেখা যাবে। মোবাইল সংস্করণের বেলায় এতে সর্বোচ্চ চারটি পেইজ পর্যন্ত দেখা যায়।

সার্চ ফলাফলে এতোদিন ‘পেইজ ভিত্তিক’ পন্থা অবলম্বণ করতো গুগল। এর মানে, গুগলের সার্চ রেজাল্ট পেইজে ‘স্ক্রল ডাউন’ করে আরও ফলাফল দেখতে ব্যবহারকারীকে স্ক্রিনের নীচের অংশের ‘পেইজ নাম্বারে’ ক্লিক করতে হতো।

নতুন এই ফিচারের মাধ্যমে ওই সাইটগুলো তুলনামূলক বেশি দৃশ্যমান হবে, যেগুলো প্রথম পেইজে থাকার জন্য বিবেচিত হতো না। দ্বিতীয় পেইজে যাওয়া এড়ানোর প্রবণতা দেখা যায় বেশিরভাগ ব্যবহারকারীর মধ্যেই। শুধু হাতে গোনা সাহসী কয়েকজনই এটি করে থাকেন। --প্রতিবেদনে ‘রসিকতা করে’ লিখেছে টেকক্রাঞ্চ। তবে, অনেক সময় বিপজ্জনক কিছুও লুকিয়ে থাকে গুগলের সার্চ ফলাফলের দ্বিতীয় পেইজে।

সার্চ ফলাফলের মান কমে যাওয়া নিয়ে অনেক ব্যবহারকারী অভিযোগ তোলার পরপরই এর প্রতিক্রিয়ায় সার্চ ফলাফলকে তুলনামূলক বেশি দৃশ্যমান করাসহ বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল।

সেপ্টেম্বরে, ‘ডিসকাশনস অ্যান্ড ফোরামস’ নামে পরিচিত এক বিভাগে অধীনে রেডিট ও কোরায় প্রকাশিত বিভিন্ন ফলাফল দেখানোর একটি ফিচার চালু করে গুগল।

৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইংরেজী ভাষায় যুক্তরাষ্ট্রে আসবে ফিচারটির ডেস্কটপ সংস্করণ।