অ্যাপলের যেসব ডিভাইসে ক্যামেরা কন্ট্রোল বাটন নেই সেসব ডিভাইসে থাকা অ্যাকশন বাটনের মাধ্যমে এ ফিচারটি পাওয়া যাবে।
Published : 22 Feb 2025, 01:35 PM
এবার গুগল লেন্সের মতো আইফোন ১৫ প্রো’তে ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’ ফিচার আনার পরিকল্পনা করেছে অ্যাপল। কোম্পানির নতুন উন্মোচিত আইফোন ১৬ই-তেও এ এআই ফিচারটি পাওয়া যাবে।
ভবিষ্যতে আইওএস আপডেটের মাধ্যমে এ ফিচারটি পাবেন ব্যবহারকারীরা। অ্যাপল প্রেমী ও ওয়েব ডিজাইনার ‘ডেয়ারিং ফায়ারবল’-এর জন গ্রুবারকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাপল প্রতিনিধিরা।
আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের আরেকটি ক্ষেত্র হচ্ছে ভিজুয়াল ইন্টেলিজেন্স, যা বিভিন্ন মেশিনকে কেবল বাইরে থেকে দেখতেই নয়, এর মধ্যে থাকা অ্যালগরিদমের সাহায্যে ছবি ও ভিডিওর ভেতরের অর্থ বুঝতে ও তা সংরক্ষণও করতে পারে এটি।
এআইনির্ভর এ টুলটি সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো বাজারে আনে কুপারটিনোভিত্তিক মার্কিন এই কোম্পানিটি।
‘মানুষের মস্তিষ্কের মতোই’ কাজ করে ভিজুয়াল ইন্টেলিজেন্স। এ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনটিকে নিজেদের চেহারাও চেনাতে পারবেন ব্যবহারকারীরা, যার সাহায্যে খোলা যাবে ফোনের লক।
সেপ্টেম্বরে অ্যাপল এই ফিচারটিকে তাদের ডিভাইসে ক্যামেরা কন্ট্রোল বাটন থেকে চালু করা এক বিশেষ ফিচার হিসেবে দেখিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
নতুন ঘোষণায় কোম্পানিটি বলেছে, তাদের যেসব ডিভাইসে ক্যামেরা কন্ট্রোল বাটন নেই সেসব ডিভাইসে থাকা অ্যাকশন বাটনের মাধ্যমে এ ফিচারটি ব্যবহার করা যাবে। অর্থাৎ আইফোন ১৬ই ও আইফোন ১৫প্রো-তেও এ ফিচারটি পাবেন ব্যবহারকারীরা। কারণ এসব ডিভাইসে অ্যাকশন বাটন রয়েছে।
অ্যাপল বলেছে, আইফোন ১৫ প্রো’তে থাকা কন্ট্রোল সেন্টার থেকে এই ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচারটি চালু করা যাবে।
আইফোন ১৫ প্রো-এর কোন আপডেটে ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’ আনবে তা জানায়নি কোম্পানিটি।
ধারণা করা হচ্ছে, আইওএস ১৮.৪-এ আসতে পারে ফিচারটি। খুব শিগগিরই বিটাতে চালু হতে পারে আইওএস ১৮.৪। তবে এপ্রিলের প্রথম দিকে সবার জন্য এটি চালু হবে।