প্রায় সব শীর্ষ প্রযুক্তি কোম্পানির ‘লোকেশন ট্র্যাকিং’ বা গ্রাহকের অবস্থান শনাক্তের কিছু ফিচার রয়েছে।
Published : 13 Aug 2024, 05:55 PM
কখনও হঠাৎ জানতে ইচ্ছে হয়েছে যে গত সপ্তাহে ঠিক কোথায় ছিলেন? এমন ভাবনা এলে খুব সহজেই নিজের স্মার্টফোন ব্যবহার করে জানতে পারবেন নিজের লোকেশন হিস্ট্রি।
প্রায় সব শীর্ষ প্রযুক্তি কোম্পানির ‘লোকেশন ট্র্যাকিং’ বা গ্রাহকের অবস্থান শনাক্তের কিছু ফিচার রয়েছে। অ্যাপল, গুগল, ফেইসবুকসহ সব শীর্ষ কোম্পানিই লোকেশন ট্র্যাক করে থাকে। আর প্রতিটি কোম্পানি এসব তথ্য বিভিন্ন উপায়ে ব্যবহার করে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।
উদাহরণ হিসেবে, ব্যবহারকারী গিয়েছেন এমন উল্লেখযোগ্য জায়গার তথ্য সংগ্রহ করে অ্যাপল এবং এসব তথ্য গোপন রাখে বলেও দাবি কোম্পানির। অন্যদিকে, সার্চ জায়ান্ট গুগলও ব্যবহারকারীর সব কাজের বিস্তারিত সংগ্রহ করে, বিশেষ করে গুগল ম্যাপস ব্যবহার করলে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে আইওএস, এবং গুগল অ্যাপে নিজের লোকেশন হিস্ট্রি খুঁজে পাবেন।
আইফোন ও আইপ্যাড
প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন। সেখান থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যান। এরপর লোকেশন সার্ভিসেস অপশনে চাপুন ও ‘সিস্টেম সার্ভিসেস’ অপশনটি বেছে নিন। পরের স্ক্রিন থেকে ‘সিগনিফিকেন্ট লোকেশনস’ অপশনটি বেছে নিয়ে নিজের পিন নম্বর লিখুন।
এখানে, ‘রিসেন্ট রেকর্ডস’ ও ‘সামারি’ নামের দুটি সেকশন দেখতে পাবেন, দুটিতেই আগের বিভিন্ন অবস্থান সম্পর্কে তথ্য থাকবে। বিস্তারিত দেখলে, সময়, তারিখের সঙ্গে পরিবহনও দেখা যাবে।
আইফোন ও আইপ্যাডে লোকেশন ট্র্যাকিং ফিচারটি বন্ধ করতে, ‘সিগনিফিকেন্ট লোকেশনস’ অপশনের টগলটি বন্ধ করুন। এ ছাড়া, ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশনে চেপে আগের সব হিস্ট্রি মুছে ফেলতে পারেন।
গুগল লোকেশন হিস্ট্রি
অ্যাপল সীমিত পরিসরে লোকেশন ডেটা সংগ্রহ করে এবং এটি টাইমলাইন ভিউতে ব্রাউজ করারও সুযোগ থাকে না। অন্যদিকে, গুগল-এর রয়েছে একটি বিস্তারিত টাইমলাইন ভিউ। ঠিক কোন রাস্তায় ভ্রমণ করেছেন, নির্দিষ্ট দিনে কোথায় গিয়েছেন এসবই দেখা যাবে টাইমলাইন ভিউ ফিচারের মাধ্যমে।
গুগল ম্যাপস অ্যাপটি চালু করে ওপরের ডান কোণায় নিজের প্রোফাইল ছবির ওপরে চাপুন। পরের পেইজ থেকে ‘ইয়োর টাইমলাইন’ অপশনটি বেছে নিন। টাইমলাইন উইন্ডোতে নিজের ভ্রমণ তথ্যের বিস্তারিত দেখুন। এ ছাড়া, কেউ যদি অন্য দিনের ভ্রমণ তথ্য দেখতে চান, ‘টুডে’ লেখার পাশে ড্রপ ডাউন আইকনে চাপুন ও নির্দিষ্ট তারিখটি বেছে নিন।
এখান থেকে ভ্রমণের তথ্য এডিটও করা যাবে। উদাহরণ হিসেবে, টাইমলাইন থেকে নির্দিষ্ট কোনো ট্রিপ মুছে ফেলতে চাইলে, এর পাশের ‘থ্রি ডট’ আইকনে চাপুন ও ‘রিমুভ’ অপশনটি বেছ নিন।
কেউ যদি চান গুগল এসব তথ্য সংগ্রহ না করুক, তবে লোকেশন হিস্ট্রি ফিচারটি বন্ধ করে দিতে পারেন। এটি দুইভাবে করতে পারেন, আইফোন ও আইপ্যাডের লোকেশন হিস্ট্রি বন্ধ করুন অথবা গুগল অ্যাকাউন্টের লোকেশন হিস্ট্রি বন্ধ করুন।