“জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে।”
Published : 21 Apr 2025, 09:54 PM
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট; এক্ষেত্রে ডিসেম্বর থেকে জুনের মধ্যে খুব একটা ফারাক দেখছে না দলটি।
ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধি দল সোমবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজী বলেন, “নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে- যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এখন জনদাবিতে পরিণত হয়েছে, যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে।”
সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, “সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সম্ভব, দেওয়া হোক। নির্বাচন হতে হবে।”
তার ভাষ্য, ‘প্রকৃত সংস্কার’ বলতে যেটা বোঝায়, নির্বাচিত সরকারই সেটা করবে।
“তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে, এজন্য সংস্কার করতে হবে।”
সাখাওয়াত হোসেন রাজী বলেন, “গত ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এটাতে তো খুব বেশি ব্যবধান দেখছি না।
“জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।”