“কয়েক বছর আগে অলিভার ভালই ছিল। তবে, নিজের আত্মাকে জাগরণমূলক কাজের কাছে বিক্রি করার পর থেকেই সে মজা করা বন্ধ করে দিয়েছে।”
Published : 22 Dec 2023, 11:10 AM
মার্কিন ধনকুবের ইলন মাস্ককে নিজের এইচবিও শো ‘লাস্ট উইক টুনাইট’-এ টানা আধা ঘণ্টা ‘রোস্ট’ করেছেন জনপ্রিয় ব্রিটিশ উপস্থাপক ও কমেডিয়ান জন অলিভার। তবে, এবার পাল্টা আক্রমণ চালালেন মাস্ক নিজেও।
লাস্ট উইক টুনাইট-এর ‘ইলন মাস্ক’ শীর্ষক সাম্প্রতিক পর্বে মাস্ককে ‘উদাসিন’, ‘স্বার্থপর’ ও ‘ক্রমাগত বর্ণবাদী হয়ে ওঠা ব্যক্তি’ বলে আখ্যা দিয়েছেন অলিভার।
এর জবাবে সামাজিক মাধ্যম এক্স-এ অলিভারকে ধুয়ে দিয়েছেন মাস্ক।
“কয়েক বছর আগে অলিভার ভালই ছিল। তবে, নিজের আত্মাকে ‘য়োক মুভমেন্টের’ কাছে বিক্রি করার পর থেকেই সে নিরস হয়ে গিয়েছে। কারণ, সেখানে ব্যঙ্গাত্মক কিছু বলাও অবৈধ।” --অলিভারের পর্ব নিয়ে প্রকাশিত এক নিবন্ধের জবাব দিতে গিয়ে বলেন মাস্ক।
ওই পর্বে মাস্কের সাম্প্রতিক বাধা বিপত্তি নিয়েও বিদ্রুপ করেছেন অলিভার, যার মধ্যে রয়েছে সামাজিক মাধ্যম এক্স থেকে বিজ্ঞাপনদাতাদের চলে যাওয়া ও সম্প্রতি নিরাপত্তার কারণে টেসলার ২০ লাখ গাড়ি প্রত্যাহার করে নেওয়ার বিষয়টিও।
এ ছাড়া, মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ‘ডিলবুক সামিট’-এ মাস্ক যে বিজ্ঞাপনদাতাদের ক্রমাগত গালাগালি করেছেন, তার খুঁটিনাটি নিয়েও আলোচনা করতে দেখা গেছে অলিভারকে।
অন্যদিকে, টেসলার সাইবারট্রাক নিয়েও মন্তব্য করেছেন অলিভার, যেখানে তিনি একে আখ্যা দিয়েছেন ‘প্রতিটি শিশুর আঁকা প্রথম গাড়ি’ বলে।
নিজের বিভিন্ন কোম্পানির কার্যক্রম নিয়ে মাস্ক এবারই প্রথম সমালোচনার মুখে পড়েছেন, বিষয়টি এমন নয়।
গত বছরেওর ডিসেম্বরে স্যান ফ্রানসিস্কোতে কৌতুকাভিনেতা ডেভ শাপেলের কমেডি শো’র মঞ্চে উপস্থিত হওয়ার পর দুয়ো শুনতে হয়েছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব পাওয়া মাস্ক। এর সূত্রপাত ঘটেছিল, সামাজিক মাধ্যম এক্স কেনার পর মাস্কের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কারণে।
এ প্রসঙ্গে সংবাদ সাইট বিজনেস ইনসাইডারকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি মাস্ক ও অলিভারের মুখপাত্ররা।