এক সফটওয়্যার প্রকৌশল দাবি করেছেন, এক্স-এর তরফ থেকে ইচ্ছাকৃতভাবেই এমন করা হচ্ছে।
Published : 11 Aug 2024, 05:00 PM
ডনাল্ড ট্রাম্পের বিভিন্ন পোস্ট খোঁজার সক্ষমতা বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
কেউ ট্রাম্পের সুনির্দিষ্ট পোস্ট খুঁজতে গেলে তাকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্টের গোটা টাইমলাইনই খতিয়ে দেখতে হবে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদ সাইট মিডিয়েট।
সাইটির ব্যাখ্যা অনুসারে, ব্যবহারকারীরা ‘@’ সংকেত ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্টের সুনির্দিষ্ট পোস্ট খোঁজার সুযোগ পেয়ে আসলে ট্রাম্পের ক্ষেত্রে সুবিধাটি বন্ধ হয়ে গেছে।
তাই কেউ সাবেক প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত রোগী ও মৃত্যু নিয়ে করা পোস্ট খুঁজতে গেলে তা দেখাবে না এক্স। এর পরিবর্তে, বাছাই করা কিছু পোস্ট দেখা যাবে, যার ক্রমও ঠিকঠাক নেই।
২০২১ সালের ৬ জানুয়ারি ঘটে যাওয়া ক্যাপিটল দাঙ্গার পর ট্রাম্পের এক্স (তৎকালীন টুইটার) অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল, যেখানে সাইটের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছিল কোম্পানিটি। এর পর ট্রাম্প নিজের অ্যাকাউন্ট ফিরে পেতে মামলা করলেও তাকে ইলন মাস্কের কোম্পানি অধিগ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
এদিকে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল পরিবর্তনের ষড়যন্ত্র করার অভিযোগে ট্রাম্পকে গ্রেপ্তার করার পর ধারণ করা ‘মাগশট’-এর ছবিটিই সাইটে ফেরার পর তার প্রথম ও একমাত্র পোস্ট।
মিডিয়েট বলছে, এমনটি ঘটার কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা অ্যাকাউন্ট যেমন অ্যালেক্স জোন্সের বিভিন্ন পোস্ট এখনও সার্চ করে পাওয়া যাচ্ছে। এমনকি প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের মতো হাই-প্রোফাইল রাজনৈতিক ব্যাক্তিত্বের পোস্টও সার্চ করা যাচ্ছে। প্রকাশনাটির সঙ্গে কথা বলা এক সফটওয়্যার প্রকৌশল দাবি করেছেন, এক্স-এর তরফ থেকে ইচ্ছাকৃতভাবেই এমন করা হচ্ছে।
এ প্রসঙ্গে প্রযুক্তি সাইট এনগ্যাজেট এক্স-এর মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষনিক সাড়া মেলেনি।