অ্যাপল টিভি অ্যাপটি কেবল অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের সংস্করণে চলা ডিভাইসে কাজ করবে।
Published : 14 Feb 2025, 05:36 PM
কয়েক বছর অপেক্ষার পর অবশেষে অ্যান্ড্রয়েড ডিভাইসে পাওয়া যাচ্ছে অ্যাপল টিভি অ্যাপ।
স্মার্টফোন, ট্যাবলেট ও ফোল্ডএবল ডিভাইসের জন্য এটিকে ডিজাইন করেছে অ্যাপল। বর্তমানে এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডের জন্য প্রস্তুত বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এটি অ্যাপের একটি সম্পূর্ণ সংস্করণ, যেখানে অ্যাপল ব্যবহারকারীরা যা যা আশা করেন তার সবই রয়েছে। অ্যাপটিতে কোনো অনুষ্ঠান ছেড়ে গেলে সেখান থেকেই আবার এটি শুরু করার জন্য একটি ফিচার রয়েছে এতে। অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোডের একটি টুলও রয়েছে। ওয়াই ফাই বা সেলুলার উভয় সংযোগে কাজ করতে পারে অ্যাপটি।
এ অ্যাপটির মাধ্যমে অ্যাপল টিভি+ কনটেন্টে প্রবেশ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। যার মাধ্যমে প্ল্যাটফর্মটির অরিজিনাল বিভিন্ন অনুষ্ঠানের এক বিশাল সংগ্রহ দেখতে পারবেন তারা।
বিজ্ঞান কল্পকাহিনীর এক অসাধারণ সংগ্রহ এ প্ল্যাটফর্মটি, যেখানে সেভেরেন্স, সাইলো ও ফর অল ম্যানকাইন্ডের মতো জনপ্রিয় সব অনুষ্ঠান রয়েছে। এটি টেড ল্যাসো, শ্রিংকিং ও স্লো হর্সেস-এর মতো ভিন্নধর্মী অনুষ্ঠানও সম্প্রচার করে।
নতুন ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে বিনামূল্যে সাত দিনের ট্রায়াল পাবেন। আর বাদবাকি দাম ও নিয়ম আগের মতোই থাকবে এবং গুগল প্লে এর মাধ্যমে সাবস্ক্রিপশনের জন্য সাইন আপ করতে পারবেন গ্রাহকরা।
অ্যাপটিতে ‘এমএলএস সিজন পাস’ কনটেন্টেও দেখতে পারবেন তারা। অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপল টিভি কনটেন্টে পাওয়ার জন্য বিভিন্ন সমাধান রয়েছে। এর আগে ওয়েব অ্যাপের মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করতে ব্যবহারকারীদের প্রমাণাদি দিতে বা প্রাইম ভিডিও বান্ডল ব্যবহার করতে বাধ্য করত অ্যাপল।
বর্তমানে এ নিয়ম পরিবর্তন করেছে কোম্পানিটি। কারণ গুগল প্লে এখন অ্যান্ড্রয়েড টিভিতে সাবস্ক্রাইব করার সক্ষমতা সরবরাহ করে। অ্যাপল টিভি অ্যাপটি কেবল অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের সংস্করণে চলা ডিভাইসে কাজ করবে।