এই বায়োহাইব্রিড রোবটটি চলাফেরা ও নিজের আশপাশের পরিবেশকে আঁচ করতে ‘কিং ট্রাম্পেট’ নামে পরিচিত এক ধরনের ভোজ্য মাশরুম থেকে পাওয়া বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে থাকে।
Published : 05 Sep 2024, 05:37 PM
সম্প্রতি প্রকৌশলীরা এমন এক নতুন ধরনের রোবট তৈরি করেছেন, যা বিভিন্ন জীবন্ত ছত্রাক নিয়ন্ত্রণ করতে পারে।
এই বায়োহাইব্রিড রোবটটি চলাফেরা ও নিজের আশপাশের পরিবেশকে আঁচ করতে ‘কিং ট্রাম্পেট’ নামে পরিচিত এক ধরনের মাশরুম থেকে পাওয়া বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে থাকে।
রোবটটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি ও ইতালির ফ্লোরেন্স ইউনিভার্সিটি’র এক আন্তঃদেশীয় গবেষণা দল। এ মেশিন জীবন্ত রোবটিক্স খাতে নতুন যুগের সূচনা হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
“বিভিন্ন জীবন্ত ব্যবস্থা স্পর্শ, আলো, তাপ এমনকি মাঝে মাঝে অজানা কিছু সংকেতের বিপরীতেও প্রতিক্রিয়া দেখায়,” বলেন কর্নেলের ‘অর্গানিক রোবটিক্স ল্যাব’-এর সহযোগী গবেষক আনান্দ মিশরা।
“তাই আমাদের মধ্যে এ প্রশ্ন এসেছে যে, ঠিক আছে, আপনি ভবিষ্যতের জন্য রোবট বানাতে চাইলে তা কীভাবে অপ্রত্যাশিত পরিবেশে কাজ করবে? এজন্য আমরা এইসব জীবন্ত ব্যবস্থার সুযোগ নিতে পারি। আর এতে কোনো অপরিচিত ইনপুট এলে রোবট তার বিপরীতে প্রতিক্রিয়া দেখাবে।”
রোবটের গতিবিধির ধরন বিবেচনায় নিলে, বিভিন্ন ইনপুট যেমন অতিবেগুনী রশ্মি, এদের ফলাফলে ভিন্নতা দেখা গেছে। এর মধ্যে একটি মাশরুম নিয়ন্ত্রিত রোবটের ভিডিওতে দেখা যায়, এটি নিজের রোবটিক পা দিয়ে ধীরে ধীরে একটি পৃষ্ঠের ওপর দিয়ে চলাফেরা করছে। অন্যদিকে, আরেক বায়োহাইব্রিড রোবট চলাফেরার জন্য ব্যবহার করেছে এক ধরনের চাকাওয়ালা পদ্ধতি।
এই গতিশীলতার সঙ্গে ছত্রাকের রাসায়নিক এবং জৈব সংকেত শনাক্ত করার সক্ষমতা সমন্বিত করে বেশ কিছু খাতে এটি ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি গবেষকদের।
“রোবটের ইলেকট্রনিক্সে মাইসেলিয়াম গজিয়ে আমরা বায়োহাইব্রিড মেশিনকে পরিবেশ অনুধাবনের ও এর বিপরীতে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা দিতে পেরেছি,” বলেন কর্নেল ইউনিভার্সিটির ‘মেকানিকাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ বিভাগের অধ্যাপক রব শেফার্ড।
“ভবিষ্যতের বিভিন্ন রোবট দিয়ে সারিবদ্ধ ফসলে মাটির রাসায়নিক শনাক্ত করা ও এতে কখন আরও সার যোগ করতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এতে। উদাহরণ হিসেবে ধরা যায়, ক্ষতিকারক শৈবাল বৃদ্ধির মতো কৃষিক্ষেত্রের বিভিন্ন নিম্নধারার প্রভাব কমিয়ে আনা।”
‘সেন্সরিমোটর কন্ট্রোল অফ রোবটস মিডিয়েটেড বাই ইলেক্ট্রো-ফিজিওলজিকাল মেজারমেন্টস অফ ফাঙ্গাল মাইসেলিয়া’ শীর্ষক গবেষণাপত্রে এ বায়োহাইব্রিড রোবটের বিস্তারিত উঠে এসেছে, যেটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স রোবটিক্স’-এ।