বিদ্যমান আইফোনগুলোর পাশে থাকা ‘মিউট সুইচ’-এর জায়গা নিতে পারে নতুন এই বাটন। ডিভাইসটির উৎপাদন বিভাগ থেকে ফাঁস হওয়া বেশ কয়েকটি তথ্য এমন ইঙ্গিতই দিচ্ছে।
Published : 01 May 2023, 01:53 PM
আসন্ন ‘আইফোন ১৫’ ডিভাইসে নতুন এক ‘রহস্যময় বাটন’ যোগ করতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
বিদ্যমান আইফোনগুলোর পাশে থাকা ‘মিউট সুইচ’-এর জায়গা নিতে পারে নতুন এই বাটন। ডিভাইসটির উৎপাদন বিভাগ থেকে ফাঁস হওয়া বেশ কয়েকটি তথ্য এমন ইঙ্গিতই দিচ্ছে।
নতুন এই বাটন ঠিক কী কাজে ব্যবহৃত হবে, সেটি এখনও পরিষ্কার নয়। তবে, এটি সম্ভবত কোনো ধরনের ‘অ্যাকশন বাটন’ হিসেবে কাজ করবে, যার মাধ্যমে ব্যবহারকারী নিজ পছন্দের কার্যক্রম বাছাইয়ের সুযোগ পাবেন বলে প্রতিবেদনে ধারণা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, বাটনটি ‘ডু নট ডিস্টার্ব’, ক্যামেরা বা টর্চের মতো বিভিন্ন কার্যকারিতা সক্রিয় করার ক্ষেত্রে বা বর্তমানে ওই জায়গায় থাকা মিউট বা ভলিউম বাটনের বিকল্প হিসেবে কাজ করতে পারে।
গত বছরের শেষে ‘ওয়াচ আল্ট্রা’ ঘড়িতেও একই ধরনের বাটন চালু করেছে অ্যাপল। এর ফলে, ব্যবহারকারী ব্যায়াম শুরু করার মতো অপশন’সহ বিভিন্ন কার্যকারিতা বেছে নেওয়ার সুবিধা পান।
নতুন এই বাটন সম্ভবত কেবল ‘আইফোন ১৫ প্রো’ ও ‘প্রো ম্যাক্স’ মডেলে সীমিত থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আর বিভিন্ন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার ফিচারের মাধ্যমে অ্যাপল সাধারণ আইফোন থেকে ‘প্রো’ সংস্করণের মডেলগুলোকে আলাদা রাখতে চায় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
আসন্ন ডিভাইসটিতে সম্ভাব্য নতুন বাটনের কথা বেশ কিছু সময় ধরেই শোনা গেলেও এই পরিবর্তনের কারণ নিয়ে কখনওই সুস্পষ্ট ধারণা মেলেনি। আরও সম্প্রতি ‘৯টু৫ম্যাক’-এর প্রতিবেদনে উঠে আসে, তাদের কাছে নতুন ফোনের বাটন দেখতে পাওয়া ছবি এসেছে।
কেবল এই অ্যাকশন বাটন নয়, বরং নতুন আইফোন বাটন নিয়ে সবসময়ই তীব্র জল্পনা-কল্পনা ছিল। পাশাপাশি, কয়েকটি প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলেছে, ফোনের পাশে থাকা ভলিউম ক্লিকারগুলোর জন্য ‘সলিড স্টেট’ বাটনের পথে এগোতে পারে অ্যাপল।
প্রচলিত বাটনগুলোর মতো এই ধরনের বাটন নিচে চাপ দেওয়া যায় না, বরং আকারে ছোট ভাইব্রেশন সেন্সর ব্যবহার করে এতে অনুভূতি প্রদান করতে হয় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
নিজেদের ম্যাক ডিভাইসের ট্র্যাকপ্যাডেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। আর ‘আইফোন এক্স’-এর আগে উন্মোচিত বিভিন্ন আইফোনের হোম বাটনেও এর ব্যবহার দেখা গেছে।
নতুন এই বাটন চালু করতে পরের বছরের ‘আইফোন ১৬’র উন্মোচন পর্যন্তও সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেন্ডেন্ট।