“বিটকয়েনের দাম ১০ শতাংশ কমতে সময় নিয়েছে মোটে তিন মিনিট। অর্থাৎ, মাত্র ১৮০ সেকেন্ডে প্রায় বিশ হাজার কোটি ডলার মূল্য ধসের সমান।”
Published : 07 Dec 2024, 03:50 PM
গত বেশ কয়েকদিন ধরেই ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।
বৃহস্পতিবারেই ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম রেকর্ড ছুঁয়ে যায় এক লাখ তিন হাজার ডলারে। তবে, দিনের শেষেই কমতে থাকে দাম। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আটানব্বই হাজার তিনশ ৩৫ ডলার থেকে নেমে বিরানব্বই হাজার নয়শ ৫৭ ডলারে নেমে আসে।
এক ঘণ্টার মধ্যে কম দামেই প্রায় ৩০ কোটি ডলারের বেশি মূল্যের বিটকয়েন বিক্রি হয়ে যায় বলে উঠে এসেছে ক্রিপ্টো বিশ্লেষণ কোম্পানি কয়েনগ্লাসের তথ্যে, যা বিশ্লেষণ করেছে বাজার বিশ্লেষণ কোম্পানি কয়েনটেলিগ্রাফ।
“বিটকয়েনের দাম ১০ শতাংশ কমতে সময় নিয়েছে মোটে তিন মিনিট। অর্থাৎ, মাত্র ১৮০ সেকেন্ডে প্রায় বিশ হাজার কোটি ডলার মূল্য ধসের সমান।” – এ অস্থির সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ছদ্মনামধারী ব্যবসায়ী স্মাইলি ক্যাপিটাল।
“২০ হাজার কোটি ডলার কম। ৫ ডিসেম্বর সত্যিই ইতিহাস হয়ে থাকবে।”
তবে, দিনের পরে দাম আবার বাড়তে শুরু করে এবং শুক্রবার সকাল পর্যন্ত বিটকয়েনের দাম আবারও এক লাখ ডলার ছাড়িয়ে যায় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা বিটকয়েনের এ ঐতিহাসিক মূল্যের মাইলফলকগুলোকে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আগমন নিয়ে ক্রিপ্টো খাতের উৎসাহের প্রতিফলন হিসেবে দেখছেন বলে উল্লেখ করেছেন প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন পরাশক্তি’ হিসেবে তৈরিতে কৌশলগত ক্রিপ্টো রিজার্ভ স্থাপন ও আরও ক্রিপ্টোবান্ধব প্রবিধান নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
“ট্রাম্প প্রশাসনের অধীনে ক্রিপ্টোর ওপর নিয়ন্ত্রণ সংশোধন করা হবে বলে আশা করছি। এর মধ্যে এসইসি’র কাছ থেকেও অনুকূল অবস্থান আশা করছি, যা জো বাইডেনের মেয়াদে তত্ত্বাবধানকে আরও কঠোর করেছিল।” – ইন্ডিপেনডেন্টকে বলেছেন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ স্টেলথএক্স-এর প্রধান নির্বাহী মারিয়া ক্যারোলা।
“তার সমর্থন যেমন এসইসি প্রধান গ্যারি গেনসলারকে প্রতিস্থাপন করা, বিটকয়েন রিজার্ভ প্রতিষ্ঠা করা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে 'ক্রিপ্টো সুপারপাওয়ার' বানানোর লক্ষ্য ডিজিটাল মুদ্রার বাজারের বৃদ্ধি আরও বাড়াতে পারে৷ বর্তমানেই, বাজারে একটি শক্তিশালী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।”
বাজারের বর্তমান অবস্থা, অনেক বিশ্লেষকের মতে এরই পূর্বাভাস যে ভবিষ্যতে বিটকয়েনের মূল্য আরও বাড়তে পারে।
“আমরা ধারণা করছি, এক লাখ ডলারই চূড়ান্ত মাইলফলক নয়।” – ইয়াহু ফাইনান্স-এর তথ্য অনুসারে বৃহস্পতিবার এক নোটে লিখেছেন বার্নস্টেইনের বিশ্লেষক গৌতম চুগানি।
“আমরা ধারণা করছি, ২০২৫ সালের শেষ নাগাদ বিটকয়েন দুই লাখ ডলারের মাইলফলকও স্পর্ষ করে ফেলতে পারে।”