বৈশ্বিকভাবে যে ‘এআই বিভেদ’ সৃষ্টি হয়েছে, সেটা এড়াতে গুগল ‘গ্লোবাল এআই অপরচুনিটি ফান্ড’ নামের আর্থিক তহবিল গঠন করছে।
Published : 22 Sep 2024, 04:55 PM
বৈশ্বিক এআই শিক্ষার জন্য ১২ কোটি ডলারের অনুদান ঘোষণা করেছেন গুগল সিইও সুন্দার পিচাই।
এআই প্রযুক্তি ও এর টেকসই বিকাশের ক্ষেত্রে চারটি বড় সুযোগের কথা উল্লেখ করেছেন গুগল সিইও। এর মধ্যে রয়েছে লোকজনকে নিজস্ব ভাষায় তথ্যে প্রবেশ করার সুযোগ করে দেওয়া, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন অনুসন্ধানের মাত্রা ত্বরান্বিত করা, জলবায়ু বিপর্যয়ের সময় সতর্কবার্তা ও ট্র্যাকিং ব্যবস্থা চালু করা ও কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও বাড়ানো।
তবে এআইয়ের সম্ভাব্য ঝুঁকির কথাও স্বীকার করেছেন পিচাই। উদাহরণ হিসেবে ধরা যায়, এআই থেকে তৈরি ডিপফেইক কনটেন্ট। তবে, জলবায়ুর ওপর এ প্রযুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে তিনি কিছু উল্লেখ করেননি বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে।
তিনি আরও যোগ করেন, বৈশ্বিকভাবে যে ‘এআই বিভেদ’ সৃষ্টি হয়েছে, সেটা এড়াতে গুগল ‘গ্লোবাল এআই অপরচুনিটি ফান্ড’ নামের আর্থিক তহবিল গঠন করছে, যা বিভিন্ন অলাভজনক সংস্থা ও এনজিও’র সঙ্গে যৌথভাবে কাজ করে ‘গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন কমিউনিটিকে এআইবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার’ বিষয়টি নিশ্চিত করবে।
একইসঙ্গে পিচাই বিভিন্ন স্মার্ট পণ্যের ওপর এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন, যেগুলো ক্ষতির পরিমাণ সহনশীল পর্যায়ে রাখে এবং জাতীয় সুরক্ষাবাদী চেতনাকে প্রতিরোধ করে।
অন্যথায়, এ প্রবিধান এআই বিভাজন আরও বাড়িয়ে দেওয়ার পাশাপাশি এর বিভিন্ন সুবিধা সীমিত করে ফেলতে পারে বলে সাবধান করেছেন তিনি।