২০২৫ সালের শেষ নাগাদ ‘শিগগিরই’ বাজারে চালু হতে পারে এই ডোরবেল ক্যামেরাটি।
Published : 23 Dec 2024, 01:22 PM
নতুন এক স্মার্ট ডোরবেল ক্যামেরা নিয়ে কাজ করছে অ্যাপল, যেটি ব্যবহারকারীর বাসার দরজা খুলতে তার ফেইস আইডি বা চেহারার ব্যবহার করবে।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে , ২০২৫ সালের শেষ নাগাদ বাজারে আসতে পারে এই ডোরবেল ক্যামেরাটি।
বাসার দরজার জন্য এই লকটি ব্যবহারকারীর আইফোনের স্ক্রিন লকের মতোই কাজ করবে। ব্যবহারকারী বা বাসার অন্য কেউ যখন এই ক্যামেরার দিকে তাকাবেন তখন স্বয়ংক্রিয়ভাবে দরজাটি খুলে যাবে।
অন্যান্য অ্যাপল ডিভাইসে বায়োমেট্রিক লগইন তথ্যের মতো এ ক্যামেরাটিতে কোম্পানির ‘সিকিওর এনক্লেভ চিপ’ থাকবে, যা সিস্টেমের বাকি হার্ডওয়্যার থেকে আলাদাভাবে ফেইস আইডি তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়া করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
ক্যামেরাটিতে অ্যাপলের তৈরি নিজস্ব ইন-হাউস ‘প্রক্সিমা’র সঙ্গে সমন্বয় করে ওয়াই-ফাই বা ব্লুটুথ চিপ ব্যবহার করবে মার্কিন এই টেক জায়ান্ট।
সূত্র বলছে, আগামী বছর বাজারে চালু হওয়া নতুন হোমপড মিনি ও অ্যাপল টিভি ডিভাইসের জন্যও এই ওয়াই-ফাই বা ব্লুটুথ চিপ ব্যবহার করবে কোম্পানিটি।
নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’কে কেন্দ্র করে মানুষের ঘরকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে নতুন এই এ ডোরবেল ক্যামেরা নিয়ে আসছে অ্যাপল।
ঘরকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে অ্যাপলের অন্যান্য পণ্যের মধ্যে আরও আছে একটি নতুন স্মার্ট হোম ক্যামেরা, অ্যাপল-ব্র্যান্ডেড টিভি ও নতুন স্মার্ট হোম ডিসপ্লে। সাধারণ আইপ্যাডের মতো ডিভাইস এই স্মার্ট হোম ডিসপ্লে’টি।