কোভিড-১৯ চলাকালীন নিজেদের কাঁচামালের সাপ্লাই চেইন বাধাগ্রস্থ হওয়ায় কোম্পানিটি তীব্র চাহিদা সত্ত্বেও পর্যাপ্ত প্লেস্টেশন ৫ তৈরি করতে পারেনি।
Published : 30 Apr 2023, 05:08 PM
২০২৩ অর্থবছরে নতুন প্লেস্টেশন ৫-এর বিক্রি ছয় কোটি ছাড়িয়ে যাবে, এমন অনুমান প্রকাশ করেছে সনি গ্রুপ অফ কর্পোরেশন। তবে, গেইমিং, মিউজিক ও সিনেমার মতো আর্থিক পরিষেবায় মুনাফা কমে আসায় নিজেদের সামগ্রিক আয়ে রেকর্ড পতনের পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি।
জাপানভিত্তিক এই কোম্পানি বলেছে, ৩১ মার্চ থেকে শুরু করে পরবর্তী এক বছরে কোম্পানির আয় তিন দশমিক দুই শতাংশ কমে গিয়ে ঠেকবে এক লাখ ১৭ হাজার কোটি ইয়েনে (আটশ ৬৫ কোটি ডলারে), যা বিশ্লেষক কোম্পানি রিফাইনিটিভ ডেটার অনুমিত গড় আয় এক লাখ সাড়ে ২৭ হাজার কোটি ইয়েন (নয়শ ৩৫ কোটি ডলার)-এর চেয়ে কম।
কোভিড-১৯ চলাকালীন নিজেদের কাঁচামালের সাপ্লাই চেইন বাধাগ্রস্থ হওয়ায় কোম্পানিটি তীব্র চাহিদা সত্ত্বেও পর্যাপ্ত প্লেস্টেশন ৫ তৈরি করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। তবে, বাজারে তুলনামূলক উন্নত প্লেস্টেশন ৫ এলে সেই স্থবিরতা কেটে যাবে বলে জানিয়েছে কোম্পানিটি।
“গ্রাহকদের অপেক্ষায় বসিয়ে না রেখে আমরা এখন পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে সীমিত সময়ের মধ্যে প্লেস্টেশন ফাইভ সরবরাহ করতে প্রস্তুত”। --আর্থিক আয়ের ফলাফল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে বলেন কোম্পানির প্রেসিডেন্ট হিরোকি টোটোকি।
মাইক্রোসফটের ‘এক্সবক্স’ ও নিনটেন্ডোর ‘সুইচ’ গেইমিং কনসোলের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানিটি আরও বলছে, আগের বছরের এক কোটি ৯১ লাখ কপি বিক্রি ছাপিয়ে এই বছর প্লেস্টেশনের বিক্রি গিয়ে ঠেকবে আড়াই কোটিতে, যা তারও আগের বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি।
কোম্পানিটির অনুমান বলছে, এই অর্থবছরে তাদের গেইমিং ইউনিটের আয় আট শতাংশ বেড়ে গিয়ে ঠেকবে ২৭ হাজার কোটি ইয়েনে (প্রায় দুইশ কোটি ডলার)। পাশাপাশি, কোম্পানির মিউজিক ও চলচ্চিত্র খাতের আয়ও কিছুটা বাড়বে। তবে, কোম্পানির আর্থিক পরিষেবার ব্যবসা থেকে আয় আগের বছরের চেয়ে ২০ শতাংশ কমে আসবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সনির অনুমান বলছে, এই বছর কোম্পানির ‘ইমেজ সেন্সর’ পণ্যের বিক্রি পাঁচ দশমিক আট শতাংশ কমে গিয়ে ঠেকবে ২০ হাজার কোটি ইয়েনে (একশ ৪৬ কোটি ডলারে)।
কোম্পানি বলেছে, বছরের প্রথম প্রান্তিকে তাদের সার্বিক আয় শতকরা সাত দশমিক তিন শতাংশ কমে গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার আটশ ৫০ কোটি ইয়েনে (৯৪ কোটি ডলার)। ফলে, গোটা বছরের আর্থিক মুনাফা বেড়ে দাঁড়াবে রেকর্ড এক লাখ ২১ হাজার ইয়েনে (আটশ ৮৭ কোটি ডলার)।