গত বছরের ২৫ জুন শুরু হওয়া নাসার ‘ক্রু হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ (সিএইচএপিইএ)’ মিশনে ছিলেন এ চারজন স্বেচ্ছাসেবীরা।
Published : 07 Jul 2024, 09:07 PM
মঙ্গল গ্রহের পরিবেশ মেনে তৈরি থ্রিডি প্রিন্টেড কৃত্রিম বাঙ্কারে এক বছরেরও বেশি সময় থাকার পর নাসা স্বেচ্ছাসেবীরা সম্প্রতি তাদের মিশন শেষ করেছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের ‘জনসন স্পেস সেন্টারে’ নির্মিত মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য মাথায় রেখে তৈরি এ থ্রিডি-প্রিন্টেড বাঙ্কারে ৩৭৮ দিন থাকার পর শনিবার সেখান থেকে ফিরে আসেন কেলি হ্যাস্টন, আনকা সেলারিউ, রস ব্রকওয়েল ও নাথান জোনস নামের নাসার চার স্বেচ্ছাসেবক।
বাঙ্কার থেকে বেরিয়ে পৃথিবীতে ফেরার পর নাসার এই স্বেচ্ছাসেবীরা প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন। সেখানে সেলারিউ বলেন, মঙ্গল গ্রহে প্রাণের সঞ্চার করার কাজটি ‘আমার অনেক বেশি প্রিয় একটি বিষয়’।
“আমার প্রিয় বন্ধুবান্ধব ও পরিবার সব সময় আমার প্রয়োজনের সময় সেখানে ছিলেন। পাশাপাশি আমি যেখানেই যাই না কেন তারা সব সময় আমার হৃদয়ের গভীরে ও স্মৃতিতে থাকবেন।”
গত বছরের ২৫ জুন শুরু হওয়া নাসার ‘ক্রু হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ (সিএইচএপিইএ)’ মিশনে এই চারজন স্বেচ্ছাসেবী ছিলেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
এ সময়ের মধ্যে তারা ‘মার্সওয়াকস’সহ মঙ্গল মিশনের বিভিন্ন অপারেশন অনুকরণ করেছেন। সেখানে টমেটো ও মরিচসহ স্বেচ্ছাসেবীরা নিজেদের জন্য কিছু শাকসবজি চাষ করেছেন এবং সেগুলো তারা খেয়েওছেন। পাশাপাশি সেখানে তাদের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামও ঠিকঠাক কাজ করেছে এবং বাঙ্কারে বাস্তবিক অর্থেই মঙ্গলের মতো পরিস্থিতিতে তারা বাস করেছেন, বলেছে নাসা।
তবে কৃত্রিম মঙ্গলে থাকাকালীন পৃথিবীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সময় অনেক বেশি লেগেছে স্বেচ্ছাসেবীদের। একইসঙ্গে সীমিত সংস্থান ও একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অসুবিধা ছিল সেখানে।
এই থ্রিডি-প্রিন্টেড কাঠামোটি ‘মার্স ডিউন আলফা’ নামে পরিচিত, যেটিকে ‘এক হাজার সাতশ বর্গফুটের একটি বিচ্ছিন্ন আবাসস্থল’ হিসাবে বর্ণনা করা হয়েছে।
এটি প্রথমবারের মতো কোনো পরিকল্পিত প্রোগ্রামের শেষ ধাপকে নির্দেশ করে, যা মার্কিন মহাকাশ সংস্থা নাসাকে সত্যিকারের মঙ্গল মিশনের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে।
নাসা এখনও চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে, যেখানে এই মঙ্গল অনুসন্ধানের বিষয়টি একটি স্প্রিংবোর্ড হিসাবে কাজ করবে বলে আশা করছে নাসা।
তবে এই মিশনে অংশগ্রহণকারীরা যেহেতু নাসার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেননি তাই তারা বিশ্বের যেসব বড় বড় খবর তাদের নজর এড়িয়ে গেছে তা এক নজরে দেখে নেওয়া যাক—
• গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যাতে প্রায় এক হাজার দুইশ মানুষ নিহত এবং প্রায় ২৪০ জন জিম্মি হন। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালায় এবং এ পর্যন্ত সেখানে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
• নির্বাচনে জালিয়াতির জন্য ব্যবসায়িক নথি জালিয়াতির দায়ে নিউ ইয়র্কের একটি আদালত ডনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে, যেখানে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা হল।
• বাঙ্কারে নাসার সেচ্ছাসেবীরা অনেক ধরনের গান ও চলচ্চিত্র মিস করলেও তাদের জন্য সবচেয়ে বড় মিস করার মুহূর্ত হতে পারে বার্বি ও ওপেনহাইমার সিনেমার প্রিমিয়ার।
• বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজটি এক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ে।
• যুক্তরাজ্যের রাজনীতিতে ফেরার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরন যতো দিন কাজ করেছেন তার চেয়ে বেশি সময় এই স্বেচ্ছাসেবীরা আবদ্ধ অবস্থায় কাটিয়েছেন।