উদ্বেগের বিষয় হল, নতুন আপডেটের একটি ‘নিরাপত্তা বা সিকিউরিটি বাগ’, যা ব্যবহারকারীদের সংরক্ষিত বিভিন্ন পাসওয়ার্ড ‘ভয়েসওভার’ ফিচারের মাধ্যমে পড়তে দেবে।
Published : 05 Oct 2024, 06:05 PM
আইফোন ব্যবহারকারীদের জরুরি ভিত্তিতে নতুন আইওএস ১৮.০.১ আপডেট ইনস্টল করার আহ্বান জানিয়েছে অ্যাপল, যার আওতায় সাময়িকভাবে এড়ানো যাবে ফোনের বিপজ্জনক বিভিন্ন সমস্যা।
অফিশিয়াল ঘোষণায় অ্যাপল বলেছে, আইফোনের জন্য ‘গুরুত্বপূর্ণ বাগ ফিক্স ও নিরাপত্তা আপডেট’ রয়েছে এ আপডেটে।
অপারেটিং সিস্টেম আপডেটের বিভিন্ন পরিবর্তনের মধ্যে এমন একটি সমস্যার সমাধান মিলবে, যেখানে টাচ স্ক্রিন সাড়া না দেওয়ার কারণে বন্ধ হতে পারে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্রো মডেলের ডিভাইসের কাজ। একইসঙ্গে বিভিন্ন ভিডিও রেকর্ডের বেলায় ফোনের ক্যামেরা কাজ না করার মতো সমস্যারও সমাধান মিলবে এতে।
এসব সুস্পষ্ট বিভিন্ন পরিবর্তনের পাশাপাশি অ্যাপলের নতুন আপডেটটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিবর্তনও নিয়ে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
তবে উদ্বেগের বিষয় হল, নতুন আপডেটের একটি ‘নিরাপত্তা বা সিকিউরিটি বাগ’, যা ব্যবহারকারীদের সংরক্ষিত বিভিন্ন পাসওয়ার্ড ‘ভয়েসওভার’ ফিচারের মাধ্যমে পড়তে দেবে। এটি এমন এক ফিচার, যা চোখে দেখতে পারেন না এমন ব্যক্তিদের ডিভাইস ব্যবহারে সাহায্য করার জন্য স্ক্রিন থেকে তথ্য পড়তে সহায়তা করবে। তবে কেউ এটি ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড শোনার মতো ঝুঁকি তৈরি করতে পারেন।
“সত্যিকারের সাইবার আক্রমণের ক্ষেত্রে এ বাগকে এখনও কাজে লাগাতে না দেখলেও নিজেদের অ্যাপল ডিভাইসকে আইওএস ১৮.০.১ এ আপডেট করা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ,” বলেছেন সফটওয়্যার কোম্পানি ‘জ্যামফ’-এর ‘ইএমইআইএ’-এর নিরাপত্তা কৌশলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সুসান সাকারিয়া।
“সাইবার আক্রমণকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিভাইস সুরক্ষার অন্যতম কার্যকর উপায় সর্বশেষ এ আপডেটের মাধ্যমে ডিভাইসকে আপ টু ডেট রাখা।”
নতুন আপডেটটি অবশেষে অ্যাপলের হাই-এন্ড ডিভাইস ও সাম্প্রতিক আইপ্যাডে আইওএস ১৮ নিয়ে এল। ১৬ সেপ্টেম্বর চালু হয় অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮। তবে এরপরই নতুন এম৪ চিপওয়ালা ট্যাবলেট থেকে আপডেটটি সরিয়ে নেয় অ্যাপল।
বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এ আপডেটের ফলে বিভিন্ন ডিভাইস বন্ধ হয়ে যাচ্ছে ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সে সময় অ্যাপল জানায়, ‘অল্প সংখ্যক ডিভাইসে প্রভাব ফেলছে এমন একটি সমস্যা সমাধানের জন্য’ তারা ‘সাময়িকভাবে আপডেটটি সরিয়ে নিয়েছে’।
এখন আবার ফিরে এসেছে আপডেটি। অ্যাপলের আইপ্যাড ও অন্যান্য নতুন ট্যাবলেটে আইওএস ১৮.০.১ আপডেটটি ডাউনলোড করতে ও চালাতে পারবেন ব্যবহারকারীরা।