গত কয়েক বছর ধরেই আইফোনের কল বাটন প্রায় এক জায়গায় থাকলেও নতুন সংস্করণগুলোতে কলার আইডি ফাংশনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে অ্যাপল।
Published : 16 Aug 2023, 09:04 PM
আইফোন কল কেটে দেওয়ার গোলাকৃতি লাল রঙের ‘এন্ড কল বাটন’কে আবার পর্দার মাঝখানে ফিরিয়ে আনছে অ্যাপল। আইওএস ১৭ এর নতুন একটি ডেভেলপার সংস্করণ এই পরিবর্তন প্রকাশ করেছে কোম্পানিটি।
পূর্বের এই সজ্জায় ফিরে যাওয়ার কথা গত গ্রীষ্ম থেকেই বিবেচনা করছে কোম্পানিটি, বলেছে সিএনবিসি।
এর পূর্বে আইওএস ১৭’র একটি বেটা ভার্সনে কয়েক বছরের জন্য পর্দার নিচের অর্ধেকের মাঝখানে থাকা এই বাটনটিকে নিচের ডানপাশের কোণায় নিয়ে গিয়েছিল অ্যাপল। তবে সর্বশেষ ডেভেলোপার বেটা সংস্করণটিতে বাটনটি উল্লম্বভাবে পর্দার ঠিক মাঝামাঝি স্থান পেয়েছে।
অ্যাপলের ইউআইয়ের এই পারিবর্তনটি এখনও চূড়ান্ত হয়নি এবং এটি বর্তমানে কেবল ডেভেলোপার বেটা হিসাবেই আছে। প্রতিবছর শরতে নতুন আইফোনের সঙ্গে অ্যাপলের নতুন কোনো অপারেটিং সিস্টেম আনুষ্ঠানিকভাবে ছাড়ার আগে আগেই ডেভেলোপার বেটা এবং পাবলিক বেটা প্রোগ্রামগুলো সফটওয়্যার নির্মাতাদের জন্য ছাড়া হয়, যেন তারা সিস্টেমটির নতুন বিন্যাসের সঙ্গে পরিচিত হতে পারেন, সেই সঙ্গে এর ত্রুটিগুলো খুঁজে বের করতে পারেন।
গত কয়েক বছর ধরেই অ্যাপলের কল বাটন প্রায় এক জায়গায় থাকলেও নতুন সংস্করণগুলোতে কলার আইডি ফাংশনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে কোম্পানিটি। এরই অংশ হিসাবে ‘কন্টাক্ট পোস্টার’ নামে সম্পূর্ণ নতুন একটি ফিচার এনেছে আইফোন। এর মাধ্যমে একজন আইফোন ব্যবহারকারী কোনো কন্টাক্টের জন্য একটি ছবি বাছাই করে নিতে পারেন, কল এলে যেটি পুরো পর্দাজুড়ে ভেসে উঠবে। এর ফলেই নীচে নামতে হয়েছিল বাটনগুলোকে।
২০২১ সালের গ্রীষ্মে সাফারি ব্রাউজারেও একই রকম পরিবর্তন এনে ইউআরএল বারকে পেইজের নীচের অংশে নিয়ে গিয়েছে অ্যাপল। বড় পর্দা ব্যবহার করেন এমন গ্রাহকদের জন্য সেটি খুবই কাজের। তবে পরবর্তীতে অ্যাপল তাদের পরিকল্পনামাফিক সফটওয়্যারটির আনুষ্ঠানিক প্রকাশের পূর্বে ইউআরএলকে পেইজের উপরের অংশে নিয়ে যাওয়ার অপশন যোগ করে।
পুশ নোটিফিকেশনকেও গত কয়েকবছরের মধ্যে আইফোনের পর্দার নীচের দিকে নিয়ে গিয়েছে অ্যাপল।