এ বহুবর্ষীয় চুক্তি প্রথমে বাস্তবায়িত হবে ইউরোপ ও লাতিন আমেরিকায়, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডেও চালু হবে।
Published : 02 Aug 2024, 02:39 PM
টেসলার চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডি’র সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং পরিষেবা উবার।
এ চুক্তির লক্ষ্য হল, বিওয়াইডি’র তৈরি এক লাখ বিদ্যুচ্চালিত গাড়িকে উবারের বৈশ্বিক রাইড শেয়ারিং পরিষেবার আওতায় নিয়ে আসা।
কোম্পানি দুটি বলছে, তারা উবার চালকদেরকে আর্থিক প্রণোদনার সুযোগ দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি নেওয়ার প্রস্তাব দেবে, যার মধ্যে রয়েছে গাড়ির রক্ষণাবেক্ষণ, চার্জ দেওয়া, অর্থায়ন ও লিজ দেওয়ার ক্ষেত্রে আর্থিক মূল্যছাড়।
এ বহুবর্ষীয় চুক্তি প্রথমে বাস্তবায়িত হবে ইউরোপ ও লাতিন আমেরিকায়, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডেও চালু হবে।
ঘোষণাটি এমন সময় এল, যখন গোটা বিশ্বে ইভি বিক্রির গতি কমেছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো অঞ্চলগুলোয় বড় আমদানী শুল্ক গুনতে হচ্ছে চীনা গাড়ি নির্মাতাদের।
“উবার চালকদের ইভি কেনার খরচ কমানোর লক্ষ্য নিয়েছে কোম্পানিগুলো, যার ফলে বৈশ্বিক উবার প্ল্যাটফর্মে ইভি’র উত্থান ঘটবে এবং লাখ লাখ চালক পরিচিত হবে পরিবেশবান্ধব গাড়ি চালানোর বিষয়টির সঙ্গে,” এক বিবৃতিতে বলেছে কোম্পানি দুটি।
তারা আরও বলেছে, উবারের প্ল্যাটফর্মে বিওয়াইডি’র সেলফ-ড্রাইভিং প্রযুক্তি সমন্বয় করার লক্ষ্যেও তারা কাজ করবে।
বছরের শুরুতে উবার বলেছে, মার্কিন গাড়ি চালকদের মধ্যে ইভি ব্যবহারের প্রচলন বাড়াতে তারা টেসলার সঙ্গে কাজ করছে। এ ছাড়া, দক্ষিণ কোরীয় কার জায়ান্ট কিয়া’র সঙ্গেও তারা একটি ‘নিজস্ব ইভি’ নির্মাণের পরিকল্পনা করেছে।
নিজেদের গাড়ি শিল্পকে সুরক্ষিত রাখার অজুহাত দেখিয়ে সম্প্রতি চীনে তৈরি ইভি’র ওপর ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এ খাতের অন্যান্য শীর্ষ বাজার।
এ পদক্ষেপের পরপরই নিজেদের উৎপাদন কারখানা চীনের বাইরে নিতে বাধ্য হয়েছে বিওয়াইডি’সহ অন্যান্য চীনা ইভি নির্মাতা কোম্পানি।
জুলাই মাসে, তুরস্কে নিজস্ব কারখানা নির্মাণের জন্য একশ কোটি ডলারের চুক্তি করেছে বিওয়াইডি।