একইসঙ্গে তার নামে থাকা একটি প্লটসহ ১৫২ শতাংশ জমি ক্রোক করা হয়েছে।
Published : 21 Apr 2025, 09:44 PM
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলীর নয়টি ব্যাংক হিসাব, তিনটি কোম্পানির ৩১ হাজার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে তার নামে থাকা একটি প্লটসহ ১৫২ শতাংশ জমি ক্রোক করা হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এদিন ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ এবং জমি ক্রোক করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ‘নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকা মূল্যের সম্পদের’ মালিক হন।
তার নামে এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ‘জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ’ ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা এবং ১০ হাজার ৩২৮ মার্কিন ডলারের ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়ায় মামলা হওয়ার কথাও দুদক বলেছে।
আবেদনে বলা হয়, “মোহাম্মদ আলী কর্তৃক অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে প্রাপ্ত তার নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।”