Published : 09 Feb 2025, 05:18 PM
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের নিয়োগের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ও কোম্পানিজুড়ে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেইসবুকের মালিক মেটা। সোমবার থেকে এ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্টটি।
মেটা শুক্রবার এক অভ্যন্তরীণ মেমোতে কর্মীদের এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এক পোস্টে কোম্পানিটির ‘হেড অফ পিপল’ জেনেল গেইল লিখেছেন, সোমবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশের কর্মীরা এ চাকরি হারানোর নোটিশ পেতে শুরু করবেন।
রয়টার্স লিখেছে, জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কর্মীরা ‘স্থানীয় নিয়মের কারণে’ এ ছাঁটাই থেকে অব্যাহতি পাবেন। তবে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা’সহ এক ডজনেরও বেশি দেশের কর্মীরা ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ছাঁটাইয়ের নোটিশ পাবেন।
এ পোস্টের বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেননি মেটার একজন মুখপাত্র।
গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও এর মূল কোম্পানি মেটার নির্বাহী প্রধান কর্মীদের বলেছিলেন, প্রত্যাশার চেয়ে ‘কম মানের কাজ করছেন’ এমন কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি। আর এই কর্মীর সংখ্যা হতে পারে পাঁচ শতাংশ।
শুক্রবারের মেমোতে এ কর্মী ছাঁটাইকে ‘পারফরম্যান্স টার্মিনেশন’ হিসাবে উল্লেখ করেন গেইল। তার এই পোস্ট নিয়ে প্রথম খবর প্রকাশ করে আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন।
গেইল পোস্টে বলেছেন, কর্মী ছাঁটাইয়ের বিষয়টি কোম্পানির আগের ছাঁটাইয়ের মতো হবে না। সোমবার নিজেদের অফিস খোলা রাখার পরিকল্পনা করছে মেটা। পাশাপাশি এ সিদ্ধান্তের বিষয়ে আরও বিশদ তথ্য না জেনে তারা কোনও আপডেট প্রকাশ করবে না।
এদিকে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ও অন্যান্য ‘ব্যবসায়িক গুরুত্বপূর্ণ’ ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য শুক্রবার কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মেটার ‘ইঞ্জিনিয়ারিং ফর মনিটাইজেশন’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট পেং ফ্যান।
১১ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চের মধ্যে এই প্রক্রিয়া চলবে বলে ওই পোস্টে লিখেছেন ফ্যান।