মেট এক্সটি ফোনে ‘ইনভার্স ডুয়াল হিঞ্জ’ বা বিপরীতমুখী দুটি কবজার মতো নকশা রয়েছে যা একে ইংরেজি অক্ষর ‘জেড’ আকারে ভাঁজ করে বিভিন্ন ফরম্যাটে ব্যবহারের সুযোগ দেয়।
Published : 11 Sep 2024, 04:36 PM
আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম তিনটি স্ক্রিনওয়ালা ট্রাই-ফোল্ড ফোন প্রকাশ করেছে হুয়াওয়ে। ফোনের নাম ‘মেট এক্সটি আল্টিমেট ডিজাইন’।
২৫৬ জিবি মডেলের এ ফোনের দাম চীনে ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ইউয়ান বা দুই হাজার ৮০৯ ডলার। এটি একেবারে নতুন ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এর তুলনায় অন্তত ৩০০ ডলার বেশি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
সব মডেলেই ১৬ জিবি র্যাম রয়েছে। আর অতিরিক্ত দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। ৫১২জিবি এবং ১টিবি মডেলের দাম যথাক্রমে তিন হাজার ৮৯ ডলার এবং তিন হাজার ৩৭০ ডলার।
ফোনের মূল্য ঘোষণা করার আগে চীনের খুচরা বিক্রেতা ভিমল অন্তত ৩৭ লাখ আগাম অর্ডারের কথা উল্লেখ করেছে।
মেট এক্সটি ফোনে ‘ইনভার্স ডুয়াল হিঞ্জ’ বা বিপরীতমুখী দুটি কবজার মতো নকশা রয়েছে যা একে ইংরেজি অক্ষর ‘জেড’ বা বাংলা ‘দ’ আকারে ভাঁজ করে বিভিন্ন ফরম্যাটে ব্যবহারের সুযোগ দেয়।
প্রথাগত স্মার্টফোনের মতো একটি স্ক্রিনে ব্যবহার করলে ফোনের ওলেড স্ক্রিনের মাপ হয় ছয় দশমিক চার ইঞ্চি। আর ডিসপ্লের ভাঁজ পুরোপুরি খুললে স্ক্রিনের মাপ দাঁড়ায় ১০ দশমিক দুই ইঞ্চি। এ ছাড়া, এ ফোন আংশিকভাবে ভাঁজ খুলে সাত দশমিক নয় ইঞ্চি কনফিগারেশনেও ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
ডিভাইসে রয়েছে পাঁচ হাজার ৬০০ মিলিঅ্যাম্পআওয়ার ব্যাটারি যা কেবলের মাধ্যমে ৬৬ ওয়াট চার্জ এবং ওয়্যারলেসভাবে ৫০ ওয়াট পর্যন্ত চার্জ সমর্থন করে।
মেট এক্সটি’র পেছনে রয়েছে তিনটি ক্যামেরার সেটআপ। এর মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আর ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা।
ফোনে আরও আছে পাঞ্চ হোল কাটআউটের ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ভাঁজ পুরোপুরি খোলা অবস্থায় এটি একেবারে বাম পাশের স্ক্রিনে থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।