উইন্ডোজে ১১ ও ১০-এ ব্লুটুথ ডিভাইস যোগ করবেন যেভাবে
উভয় অপারেটিং সিস্টেমে ব্লুটুথ চালু করা ও ডিভাইস যুক্ত করার প্রক্রিয়া কাছাকাছি রকমের হলেও পুরোপুরি এক নয়।
গেইম কন্ট্রোলার, ওয়্যারলেস স্পিকার থেকে শুরু করে হেডফোন পর্যন্ত, পিসি বা ল্যাপটপে বিভিন্ন ডিভাইস যুক্ত করার অন্যতম সেরা উপায় হল ব্লুটুথ। বেশিরভাগ পিসিতে ডিফল্টভাবে ব্লুটুথ চালু করা থাকলেও অনেক সময় ম্যানুয়ালি অন করার প্রয়োজন হতে পারে।
উইন্ডোজ ১১ এবং উইন্ডোজ ১০ উভয় অপারেটিং সিস্টেমে ব্লুটুথ চালু করা ও ডিভাইস যুক্ত করার প্রক্রিয়া কাছাকাছি রকমের হলেও পুরোপুরি এক নয়। কীভাবে দুই অপারেটিং সিস্টেমে সহজে ডিভাইস যুক্ত করা যায় সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটালট্রেন্ডস। চলুন জেনে নেওয়া যাক এরহ বিস্তারিত।
উইন্ডোজ ১১
- সেটিংস থেকে খুব সহজেই উইন্ডোজের ব্লুটুথ চালু করা যায়।
- উইন্ডোজ বাটন ও কিবোর্ডের ‘আই’ অক্ষর একসঙ্গে চেপে সেটিংস অ্যাপ চালু করুন। এ ছাড়া, সার্চ বারে ‘সেটিংস’ লিখেও অ্যাপটি চালু করতে পারেন।
- স্ক্রিনের বাম দিকের মেনু থেকে ‘ব্লুটুথ অ্যান্ড ডিভাইসেস’ অপশনটি বেছে নিন।
- ডান দিকের ব্লুটুথ টগটি বেছে নিন। সেটি ‘অন’ অপশনে আছে কিনা নিশ্চিত করুন।
- পিসিতে নতুন ডিভাইস যুক্ত করতে, ব্লুটুথ সেটিংস পৃষ্ঠা থেকে ‘অ্যাড এ ডিভাইস’ অপশনটি বেছে নিন। কী ধরনের ডিভাইস যুক্ত করতে চান সেটি বেছে নিন । এরপর স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরণ করে ডিভাইস কানেক্ট করুন।
উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০-এ ব্লুটুথ চালু করার প্রক্রিয়া অনেকটা একই।
- প্রথমে উইন্ডোজের অ্যাকশন সেন্টার চালু করুন। টাস্কবারের শেষে বা স্ক্রিনের নিচের দিকে ডান কোণায়, কমেন্ট বাবলের মতো দেখতে এটি।
- পরের স্ক্রিনের নিচে থেকে ‘অল সেটিংস’ অপশন বেছে নিন। এরপর, ডিভাইসেস অপশনে ক্লিক করুন। স্ক্রিনের বাম পাশ থেকে ‘ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইসেস’ অপশন বেছে নিন।
- ব্লুটুথ সেকশনে টলগটি ‘অন’ অবস্থায় আছে কিনা নিশ্চিত করুন। ব্লুটুথ চালু করার পর, ‘অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস’ অপশন বেছে নিন। এ পর্যায়ে ‘অ্যাড এ ডিভাইস’ উইন্ডো চালু হবে, সেখানে ‘ব্লুটুথ’ বেছে নিন। এখন উইন্ডোজ ১০ ব্লুটুথ ডিভাইস খুঁজতে শুরু করবে।
মনে রাখবেন, পিসির সঙ্গে ব্লুটুথ ডিভাইস যুক্ত করার জন্য ডিভাইসটির অবশ্যই ‘পেয়ারিং মোডে’ থাকতে হবে।