স্টিফেন থালের তার ড্যাবাস নামের কথিত ‘সৃজনশীল যন্ত্রের’ নামে নতুন আবিষ্কারের জন্য যুক্তরাজ্যে দুইটি পেটেন্ট দাবি করেছিলেন।
Published : 20 Dec 2023, 07:08 PM
একজন আমেরিকান কম্পিটার বিজ্ঞানী তার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নামে নতুন আবিষ্কারের পেটেন্ট আবেদন করলে এক ঐতিহাসিক রয়ে তা নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এই রায়ের মাধ্যমে কার্যত পরিষ্কার হয়ে গেছে যে এআইয়ের নামে কোনো পেটেন্ট পাওয়া যাবে না।
স্টিফেন থালের তার ড্যাবাস নামের কথিত “সৃজনশীল যন্ত্রের” নামে নতুন আবিষ্কারের জন্য যুক্তরাজ্যে দুইটি পেটেন্ট দাবি করেছিলেন।
কোনো যন্ত্র নয়, কেবল মানুষ কিংবা কোম্পানিই পেতে পারে আবিষ্কারকের খেতাব –এই যুক্তিতে যুক্তরাজ্যের মেধাস্বত্ত্ব কার্যালয় থালের নিবন্ধন আবেদনকে ফিরিয়ে দিয়েছিল।
তার ধারাবাহিকতায় থালের আপিল করলে একবাক্যে তা নাকচ করেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট।
মামলার রায় ঘোষণা করতে গিয়ে বিচারক ডেভিড কিটশিন বলেন যুক্তরাজ্যের পেটেন্ট আইন অনুযায়ী “আবিষ্কারককে অবশ্যই একজন রক্তমাংসের মানুষ হতে হবে।”
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের পেটেন্ট এবং ট্রেডমার্ক কার্যালয় থালের এআই প্রযুক্তির নামে পেটেন্ট আবেদন গ্রহণে অস্বীকার জানালে অনুরূপ একটি আপিল আবেদনের শুনানিতে বসে নাকচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।