আই/ও ২০২৪ আয়োজনের তারিখ জানাল গুগল

অ্যান্ড্রয়েড-১৫ এর আসন্ন নতুন ফিচার, গুগলের অন্যান্য পরিষেবা যেমন জিমেইল, গুগল ফটোজসহ বিভিন্ন বিষয়ে দর্শক ও গ্রাহকরা বিভিন্ন আপডেট পেতে পারেন এ আয়োজনে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2024, 09:31 AM
Updated : 16 March 2024, 09:31 AM

বার্ষিক ডেভেলপার সম্মেলন আই/ও ২০২৪-এর তারিখ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। গত বছরের মতোই, আই/ও ২০২৪ সরাসরি উপভোগের সুযোগ পাবেন অল্প সংখ্যক দর্শকরা। তবে, সবাই আয়োজনটি অনলাইনে বা ভার্চুয়ালি দেখতে পারবেন।

এখন থেকে ঠিক দুই মাস পরে, ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আই/ও ২০২৪।

তবে, গুগল নির্মাতাদের কাছে এ আয়োজনের তারিখ বেশ ‘বিরক্তিকর’ উপায়ে প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। কোম্পানিটি মানুষদের ক্লান্তিকর এক যুক্তির ধাঁধা পেরোতে বলেছে। যখন পর্যাপ্ত মানুষ এ ধাঁধার ১৫টি স্তর পার করেছে এবং বারবার একটি মার্বেলকে তার গন্তব্য পৌঁছে দিয়েছে কেবল তখনই গুগল ঘোষণা করেছে কখন আই/ও অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারেও আয়োজনটি একদিনের হতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সম্প্রতি যেহেতু এ সার্চ জায়ান্ট নিজেদের ফ্ল্যাগশিপ এআই মডেল ‘জেমিনাই’ ও এর ছোট সংস্করণ ‘জেমা’ প্রকাশ করেছে, এ বছরের আই/ও সম্মেলনে সম্ভবত এআইতে নজর থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

তবে, বৈচিত্র্যময় ছবি তৈরি করতে গিয়ে, অনিচ্ছাকৃতভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটের কিছু ভুল ছবি তৈরি করে বিতর্কের সৃষ্টি করেছে জেমিনাইয়ের ইমেজ জেনারেটর টুল। এ ঘটনাকে গুগল সিইও সুন্দার পিচাই “সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছেন। এ ছাড়া, গত বছরের গুগলের চ্যাটবট ‘বার্ড’ উন্মোচনের সময়েও কিছু আজগুবি তথ্য দিয়েছিল এআই মডেলটি।

এ জায়ান্ট কোম্পানির এআই খাতে উৎযাপনের মতো অনেক অর্জন থাকলেও, এসব ভুলের কারণে এ আয়োজনে হয়তো তাদের ব্যাখ্যা করতে হবে কেন তাদের প্রযুক্তি মাইক্রোসফট, ওপেনএআই, অ্যানথ্রোপিক ও অন্যান্য কোম্পানির এআই  থেকে এগিয়ে থাকবে।

পাশাপাশি, অ্যান্ড্রয়েড-১৫ এর আসন্ন নতুন ফিচার, গুগলের অন্যান্য পরিষেবা যেমন জিমেইল, গুগল ফটোজসহ বিভিন্ন বিষয়ে দর্শক ও গ্রাহকরা বিভিন্ন আপডেট পেতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।

এ ছাড়া, নতুন ‘পিক্সেল ৮এ’ স্মার্টফোনের ঘোষণাও আসতে পারে আই/ও সম্মেলনে। গত বছরের আয়োজনে গুগল নিজেদের মধ্যম বাজেটের ‘৭এ’ উন্মোচন করেছিল, তাই এর উত্তসূরিরও খুব বেশি দূরে থাকার কথা নয়। এদিকে, ‘পিক্সেল ৮’ ফোনের কিছু এআই সক্ষমতা কম দামে নেমে আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।