জাস্টিন লংকে প্রায় ২০ বছর আগে অ্যাপলের “গেট এ ম্যাক” শীর্ষক টিভি বিজ্ঞাপনে দেখা গেছে। সেখানে লং ‘ম্যাক গাই’ অর্থাৎ ম্যাকবুকের চরিত্রে অভিনয় করতেন।
Published : 04 Jun 2024, 03:40 PM
অ্যাপলের জনপ্রিয় বিজ্ঞাপন সিরিজ ‘আই অ্যাম এ ম্যাক’-এ অভিনয় করা মার্কিন অভিনেতা জাস্টিন লং কয়েক বছর আগে আরেক টেক জায়ান্ট ইনটেল-এ যোগ দিয়েছিলেন। এবার তাকে দেখা গেছে কোয়ালকম চালিত উইন্ডোজ পিসির বিজ্ঞাপনে।
সোমবার কোয়ালকমের কম্পিউটেক্স ২০২৪ আয়োজনের মূল বক্তব্যের সময় লং-কে ৩০ সেকেন্ডের জন্য স্ক্রিনে দেখা যায়। সেখানে অ্যাপলের ম্যাকওএস-এর ‘ন্যাগ স্ক্রিন’ বা সফটওয়্যার কেনার নোটিফিকেশনে বিরক্ত হয়ে তিনি স্ন্যাপড্রাগন চালিত পিসি অনুসন্ধান শুরু করেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
জাস্টিন লংকে প্রায় ২০ বছর আগে অ্যাপলের “গেট এ ম্যাক” শীর্ষক টিভি বিজ্ঞাপনে দেখা গেছে। সেখানে লং ‘ম্যাক গাই’ অর্থাৎ ম্যাকবুকের চরিত্রে অভিনয় করতেন। ভাইরাস ও স্পাইওয়্যারের জন্য, সৃজনশীল বিভিন্ন টুলে অ্যাক্সেস না থাকায় এবং শুধু কাজের বিষয়েই বেশি মনোযোগ দেওয়ায় পিসির চরিত্রে অভিনয় করা জন হজম্যানকে হাস্যকরভাবে উপহাস করা হত ওই বিজ্ঞাপনে।
ম্যাকওএস-এ পপ-আপ বিজ্ঞপ্তিগুলি অনুসরণ করে আর্ম পিসিতে একটি উইন্ডোজ অনুসন্ধান করার পরে, "জিনিস পরিবর্তন হয়," জোকস লং টু ক্যামেরা৷
ম্যাকওএস-এ পপ-আপ নোটিফিকেশন অনুসরণ করে, আর্ম পিসিতে একটি উইন্ডোজ অনুসন্ধান করার পরে ক্যামেরায় তাকিয়ে কৌতুক করে লং বলেন, “এটি বদলে যাচ্ছে।”
অ্যাপ কম্প্যাটিবিলিটি, হার্ড ডিস্কে কম জায়গা, ব্যাটারি এবং আরও নানা বিষয় নিয়ে সতর্কতা দেখা যায় ম্যাকওএস-এর ওই পপ-আপ নোটিফিকেশনগুলোয়।
কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন সোমবার কোম্পানির “পিসি রিবর্ন” বক্তব্যের শেষ পর্যায়ে ভিডিওটি উন্মোচন করেন বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। মূল বক্তব্যটি শেষ করার জন্য তিনি স্টেজে ফিরে গিয়ে বলেন, “হ্যাঁ! এগুলো বদলে যায়, সত্যিই বদলে যায়।”
সম্প্রতি ম্যাকবুক এয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে প্রচুর শোরগোল করছে কোয়ালকম ও মাইক্রোসফট। কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট চিপ সমন্বিত নতুন কোপাইলট প্লাস পিসি প্রকাশ হওয়ার কথা রয়েছে ১৮ জুন।
২০২১ সালে উইন্ডোজ পিসির প্রশংসা ও অ্যাপলকে উপহাস করে বিজ্ঞাপন তৈরি করার জন্য সংক্ষিপ্তভাবে জাস্টিন লংকে নিয়োগ দেয় ইনটেল। এর কয়েক বছর পরই নতুন এ বিজ্ঞাপনটি প্রকাশ পেল।