জিবলি ব্যবহারের এই ঝড় ওপেনএআইয়ের সার্ভার আর্কিটেকচারের ওপর চাপ তৈরি করেছে। এই চাপ সার্ভারকে অসম্ভব গরম করে তুলতে পারে।
Published : 29 Mar 2025, 02:40 PM
নেট দুনিয়ায় ঝড় তুলেছে ওপেনএআইয়ের সর্বশেষ এআইনির্ভর জিপিটি-৪ও ব্যবহার করে তৈরি জিবলি ইমেজ। ইন্টারনেটে সুনামির মতো আঘাত হানার পরই পেইড ব্যবহারকারীদের জন্য জিবলি ব্যবহারের সীমা নির্ধারণ করে দিল ওপেনএআই।
নিজেদের নতুন মডেলের মাধ্যমে বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ছবি তৈরির ক্ষমতা কেড়ে নেওয়ার একদিন পর এই ঘোষণা দিল ওপেনএআই।
কোম্পানিটি অস্থায়ীভাবে পেইড ব্যবহারকারীদের জন্য এ সীমা নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।
ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক এক্স বার্তায় বলেছেন, জিবলি ব্যবহারের এই ঝড় ওপেনএআইয়ের সার্ভার আর্কিটেকচারের ওপর চাপ তৈরি করেছে। এই চাপ সার্ভারকে অসম্ভব গরম করে তুলতে পারে।
it's super fun seeing people love images in chatgpt.
but our GPUs are melting.
we are going to temporarily introduce some rate limits while we work on making it more efficient. hopefully won't be long!
chatgpt free tier will get 3 generations per day soon.
— Sam Altman (@sama) March 27, 2025
অল্টম্যান আরও বলেছেন, ক্লাসিক জাপানি অ্যানিমেশন ‘স্টুডিও জিবলি’ থেকে অনুপ্রাণিত হয়ে ইন্টারনেটকে এই শিল্পে আঁকা হচ্ছে তা দেখার বিষয়টি ‘খুব মজার’ হলেও এই ঝড় ওপেনএআইয়ের বিভিন্ন ডেটা সেন্টারে থাকা জিপিইউকে ‘গলিয়ে’ ফেলতে পারে।
ওপেনএআই প্রধান আরও বলেছেন, বিপুল চাহিদার পর সর্বশেষ যুক্তিনির্ভর এআই মডেল ব্যবহার করে ছবি তৈরির কাজ কেবল পেইড ব্যবহারকারীদের মধ্যেই সীমিত ছিল। তবে বিনামূল্যে ব্যবহারকারীরা শিগগিরই প্রতিদিন সর্বোচ্চ তিনটি ছবি তৈরি করতে পারবেন।
তবে এর জন্য কোনও নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি অল্টম্যান।
প্রায় নিখুঁত টেক্সট’সহ বাস্তবসম্মত মানের ছবি তৈরিতে জনপ্রিয় হয়ে উঠেছে ওপেনএআইয়ের সর্বশেষ জিপিটি-৪ও। বিভিন্ন ছবিকে দৃশ্যমানভাবে ব্যাখ্যা করার ও বিভিন্ন শৈলীতে উপস্থাপনের জন্য জনপ্রিয়তা পেয়েছে মডেলটি।
‘মাই নেইবার টোটোরো’সহ জনপ্রিয় অ্যানিমে প্রযোজনার জন্যও পরিচিত স্টুডিও জিবলি।