সাম্প্রতিক অর্ডার অর্থমূল্যে নগন্য হলেও মার্কিন কোম্পানিগুলোর ওপর চীনা টেক জায়ান্টদের নির্ভরশীলতা কমার ইঙ্গিত দিচ্ছে এটি, যা মোটেও হেলাফেলা করার মতো বিষয় নয়।
Published : 07 Nov 2023, 06:41 PM
চীনা শীর্ষ প্রযুক্তি কোম্পানি বাইদু এবার এআই চিপের অর্ডার দিয়েছে তার দেশীয় চিপ নির্মাতা হুয়াওয়ের কাছে, যা ইঙ্গিত করছে কোম্পানিটি মার্কিন নিষেধাজ্ঞায় খুঁজে পেয়েছে দেশীয় বিকল্প।
আর্নি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বাজারে আনা চীনের অন্যতম শীর্ষ এআই কোম্পানি বাইদু গত অগাস্টেই এই অর্ডার দেয় বলে বাইদুর এক সূত্রের উল্লেখ করে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। ওই অর্ডারের বেশ কিছুদিন পর মার্কিন সরকার অক্টোবরে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়াসহ চীনে চিপ এবং চিপ সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে, যেটি নিয়ে আগেভাগেই জল্পনা চলছিল।
সূত্রটি জানায়, হুয়াওয়ে টেকনোলজিসের ৯১০বি অ্যাসেন্ড এআই চিপের ১,৬০০টি চিপ ২০০ সার্ভারের জন্য অর্ডার দিয়েছে। এনভিডিয়ার এ১০০ চিপের বিকল্প হিসেবে এটি তৈরি করেছে হুয়াওয়ে।
দ্বিতীয় এক সূত্র অনুসারে এই অর্ডারের মোট অর্থমূল্য প্রায় ছয়কোটি ১৮ লাখ ডালার এবং এই বছরের শেষনাগাদ সরবরাহ সম্পন্ন করার কথা ছিল হুয়াওয়ে। রয়টার্স বলেছে দুই সূত্রের কেউই তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
চীনা কোম্পানিগুলোর কাছে এনভিডিয়া এতোদিন যে পরিমান চিপ বিক্রি করেছে, তার তুলনায় এই অর্ডারের আকার নেহাতই নগণ্য। তবে, মার্কিন কোম্পানিগুলোর ওপর চীনা টেক জায়ান্টদের নির্ভরশীলতা কমার ইঙ্গিত দিচ্ছে এই অর্ডার, যেটি মোটেও হেলাফেলা করার মতো বিষয় নয় বলে রয়টার্স লিখেছে প্রতিবেদনে।
বাইদুর পাশাপাশি সমগোত্রীয় চীনা কোম্পানি টেনেসেন্ট এবং আলিবাবও এনভিডিয়ার দীর্ঘদিনের গ্রাহক। অন্যদিকে বাইদু এর আগে কখনও হুয়াওয়ের কাছ থেকে এআই চিপ কেনেনি।
কর্মদক্ষতার হিসাবে এনভিডিয়ার তুলনায় হুয়াওয়ের অ্যাসেন্ড চিপগুলো বেশ পিছিয়ে থাকলেও সেগুলো চীনা কোম্পানিগুলোর জন্য হাতের নাগালে থাকা বিকল্পগুলোর মধ্যে বেশ উন্নতমানের বলে রয়টার্সকে বলেছে একটি সূত্র।
“৯১০বি অর্ডার দেওয়ার মাধ্যমে তারা ভবিষ্যতের দিকে এমন একটি পথ তৈরি করছে, যখন তাদের আর এনভিডিয়ার চিপের ওপর নির্ভর করতে হবে না,” বলেন তিনি।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাইদু এবং হুয়াওয়ের পক্ষ থেকে জবাব দেওয়া হয়নি, অন্যদিকে মন্তব্য করতে অস্বীকার করে এনভিডিয়া।
এদিকে হুয়াওয়ের ওয়েবসাইট বলছে, তারা ২০২০ সাল থেকেই বাইদুর এআই প্ল্যাটফর্ম তৈরিতে হার্ডওয়্যার সরবরাহের মাধ্যমে একসঙ্গে কাজ করে যাচ্ছে। বাইদুর আর্নি এআই মডেল এবং হুয়াওয়ের অ্যাসেন্ড চিপের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে অগাস্টে নিজেদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার কথা বলেছে কোম্পানি দুটো।
অন্যদিকে বড় আকারের এআই কম্পিউটিংয়ের জন্য বাইদু নিজস্ব কুনলুন এআই চিপ তৈরি করলেও কোম্পানিটি তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রধানত এনভিডিয়ার এ১০০ চিপের ওপরই নির্ভরশীল ছিল।
গত বছর ওয়াশিংটন চীনে এ১০০ এবং এইচ১০০ চিপ দুটো রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করলে এনভিডিয়া সেই আইনের শর্তের সীমা রক্ষা করে চীনা গ্রাহকদের জন্য বিকল্প হিসাবে এইচ১০০ চিপটি প্রস্তুত করে। তবে অক্টোবরে আরোপিত সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞার পর সেটিও চীনের রপ্তানির সুযোগও হারিয়েছে কোম্পানিটি।