প্রকাশের শুরুর দিকে পিএস৫-এর সরবরাহ চেইনে গোলযোগের ফলে বিক্রি বাধাগ্রস্থ হয়েছিল। তবে, সেসব বাধা কেটে গিয়েছে।
Published : 22 Dec 2023, 02:37 PM
প্লেস্টেশন ৫ প্রকাশের পর মোট পাঁচ কোটি ইউনিট বিক্রির রেকর্ডের পাশাপাশি গেল ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’-এ সর্বকালের সেরা বিক্রির রেকর্ড গড়ায় ডিভাইসটির সুসময় দেখছে সনি – এমনটা বলেছেন কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা।
রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছ, পিএস৫-এর বয়স চার বছর হলেও বাজারে ডিভাইসটির একটি শক্ত অবস্থান খুঁজছে শীর্ষ এই বিনোদন কোম্পানি। ৩১ মার্চে শেষ হতে যাওয়া আর্থবছরের কেনাকাটার মৌসুমে রেকর্ড আড়াই কোটি ইউনিট বিক্রির লক্ষ্যে পৌঁছাতে চায় সনি।
“নভেম্বরে আমাদের যে অবস্থান ছিল এবং ডিসেম্বরে এসে আমরা যা দেখছি, সাধারণভাবেই বিক্রির বিষয়ে আমরা বেশ ভালো অনুভব করছি।” – বলেছেন কোম্পানিটির বৈশ্বিক বিপণন, বিক্রয় ও ব্যবসা কার্যক্রমের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এরিক লেমপেল।
সনির গেইম ব্যবসা বিক্রয়ের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় ইউনিট, এবং গত অর্থ বছরে সঙ্গীতের পর তাদের দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা উঠিয়েছে এটিই।
গেল অগাস্টে কোম্পানিটির ম্যানেজমেন্ট মন্তব্য করেছিল পিএস৫ বিক্রি প্রত্যাশার চেয়ে দুর্বল হওয়াতে ধাঁধাঁয় পড়েছিলেন বিনিয়োগকারীরা। সনি বলছে তাদের আড়াই কোটি ইউনিট বিক্রির লক্ষ্য ‘উঁচু এবং সহলভ্য নয়’। তবে, কোম্পানিটি নিজেদের বিক্রির পরিমাণ ও লাভের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইছে বলে প্রতিবেদনে লিখছে রয়টার্স।
“আমরা এ বছরে কিছু ভালো প্রচারণা চালিয়েছি। তবে, আমি বলব, এই বড় পর্যায়ে এসে আমরা কোম্পানির ইতিহাসে সবচেয়ে কম প্রচার চালিয়েছি।” – একটি সাক্ষাৎকারে বলেন লেমপেল।
শুরুর দিকে পিএস৫-এর সরবরাহ চেইনে গোলযোগের ফলে বিক্রি বাধাগ্রস্থ হয়েছিল। তবে, সেসব বাধা কেটে গিয়েছে। গেল অক্টোবরে প্রকাশিত ‘মারভেল’স স্পাইডার-ম্যান ২’ সমালোচকদের প্রশংসায় ভেসেছে, পাশাপাশি পিএস৫-এর বিক্রি বেড়ে এখন তাদের অনুকূলে বাতাস বইছে।
একক-গেইমের জন্য বিখ্যাত এই কোম্পানিটি এখন ‘লাইভ-সার্ভিস’ টাইটেলগুলোয় মনোযোগ দিচ্ছে, যা ক্রমাগত অনলাইনে গেইম খেলার সুবিধা দেয়।
তবে, সনির মারলিকানাধীন গেইম নির্মাতা কোম্পানি ‘নটি ডগ’ গত সপ্তাহে তাদের ‘লাস্ট অফ আস’ টাইটেল থেকে একটি অনলাইন গেইম বাতিল করেছে, কারণ হিসেবে বলেছে এটি প্রকাশ করলে কোম্পানির সিঙ্গল-প্লেয়ার গেইমের বাজারে ধাক্কা লাগতে পারতো।
কোম্পানির বিক্রি এমন সময়ে বেড়েছে যখন তারা কনসোলের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। কারণ ক্লাউড প্রযুক্তিই এখন শক্তিশালী হার্ডওয়্যারের সাহায্যে বাধাহীন গেইমিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
তবে, কনসোল এখনও গেইমারদের ধরে রাখতে পারছে। জাপানের আরেক বিখ্যাত গেইম নির্মাতা কোম্পানি নিনটেনডো তার পুরনো হয়ে যাওয়া কনসোল, সুইচ-এ ‘জেলডা’র মতো গেইম এনে একে নতুন জীবন দিচ্ছে।
প্লেস্টেশনের আসন্ন টাইটেলগুলোর মধ্যে রয়েছে “দ্য লাস্ট অফ আস পার্ট ২ রিমাস্টার্ড” যা জানুয়ারিতে আসবে। এ ছাড়াও, ফেব্রুয়ারিতে আসবে “ফাইনাল ফ্যান্টাসি ৭ রিবার্থ” এর লিমিটেড-টাইম সংস্করণ।
“আমরা এখনো চেষ্টা করছি, এবং আমি মনে করি, আমরা যেখানেই বছর শেষ করি না কেন, একটি রেকর্ড ভাঙা বছর আমরা কাটাবো।” – বলেন লেমপেল।