‘আর্ক এ৭৬০এ’ নামের এ সিস্টেম বাড়ির পিসি’র মতো গাড়িতেও ‘ট্রিপল-এ গেইমিং অভিজ্ঞতা’ দেবে বলে জানিয়েছে মার্কিন চিপ জায়ান্ট কোম্পানিটি।
Published : 10 Aug 2024, 01:50 PM
এবার গাড়ির জন্য আলাদাভাবে ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা ‘জিপিইউ’ সিস্টেম চালু করেছে ইনটেল।
‘আর্ক এ৭৬০এ’ নামের এ সিস্টেম বাড়ির পিসি’র মতো গাড়িতেও ‘ট্রিপল-এ গেইমিং অভিজ্ঞতা’ দেবে বলে জানিয়েছে মার্কিন চিপ জায়ান্ট কোম্পানিটি।
এসব চিপ কোন কোম্পানিগুলোর স্বচালিত গাড়িতে ব্যবহার করা হবে, সেগুলোর নাম এখনও প্রকাশ না পেলেও ইনটেলের নতুন চিপওয়ালা গাড়ি ২০২৫ সাল নাগাদ বাজারে আসতে পারে বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে।
ইনটেলের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, যেহেতু গাড়ির ক্রেতাদের কাছে বিনোদনের বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়, ফলে চিপগুলো এমনভাবে নকশা করা, যেখানে ‘নতুন যুগের এআই অভিজ্ঞতা’ ব্যবহারের সুযোগ মিলবে।
এই জিপিইউ’তে ভয়েস, ক্যামেরা ও শারীরিক অঙ্গভঙ্গি শনাক্তকরণ ব্যবস্থা আছে, যার মাধ্যমে ‘সাতটি পর্যন্ত ‘এইচডি’ স্ক্রিন এমনকি স্ক্রিনের ৩ডি গ্রাফিক্স ও গাড়ির ভেতর ছয়টি ক্যামেরা ও বিভিন্ন ফিচার সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।
একই সময়ে এতে বিভিন্ন জনপ্রিয় ‘ট্রিপল-এ গেইমিং’ শিরোনাম, গাড়ির ভেতর থাকা বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা ও এআই চালিত অ্যাপও চলবে বলে ধারণা প্রকাশ করেছে এনগ্যাজেট।
কোম্পানিটি বলছে, এই সিস্টেম গাড়ির চালককে বিভিন্ন ‘পারসোনালাইজড’ অভিজ্ঞতা দেবে। এর মধ্যে রয়েছে ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’-এর মাধ্যমে বিভিন্ন জটিল ‘ভেহিকল কন্ট্রোল কমান্ড’ সম্পন্ন করা, গাড়ি সংশ্লিষ্ট প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদান, এমনকি ব্যবহারকারীর সঙ্গে অবসরে চ্যাটিংয়ের সক্ষমতা, যা চালকের যাত্রা আরও ‘ইন্টারেক্টিভ’ ও উপভোগ্য করে তুলবে।
ইনটেল আরও বলেছে, এই জিপিইউ সিস্টেমের আওতায় বিভিন্ন গাড়ির জন্য পাঁচশ’র বেশি ফিচার ও এআই অ্যাপ বানিয়েছে কোম্পানিটি। এ ছাড়া, গাড়িতে বিভিন্ন নতুন অভিজ্ঞতা আনতে কাজ করছে একশ’র বেশি স্বতন্ত্র সফটওয়্যার সরবরাহক।
পাশাপাশি, বিভিন্ন অটোমেকার কোম্পানির ‘গো-টু পার্টনার’ হয়ে ওঠার ইচ্ছাও প্রকাশ করেছে ইনটেল।