“বর্তমানে সবাই বুঝতে পারছে গেইমিং শিল্পে চমৎকার ক্যারিয়ার হতে পারে। এখানে প্রতিযোগিতা থাকলেও এর মানে এই নয় যে সেখানে মানুষের জন্য কোনও জায়গা নেই।”
Published : 15 Feb 2025, 02:24 PM
আরও বেশি সংখ্যক নারী গেইমার ও ডেভেলপার গেইমিং শিল্পে যোগ দেওয়ায় গেইমিং খাতে ‘সত্যিকারের পরিবর্তন দেখতে পাচ্ছেন’ যুক্তরাজ্যের গেইমিং উৎসব ‘গিল্ডফোর্ড’-এর একজন আয়োজক।
‘গিল্ডফোর্ড ডটগেইমস’ উৎসবের যুগ্ম পরিচালক লরেন কার্টার বলেছেন, বর্তমান সময়ে আরও বেশি সখ্যাক মানুষ “গেইমকে একটি চমৎকার ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার বিষয়ে সচেতন হয়ে উঠছেন”।
ধারণা করা হচ্ছে, শুক্রবারে এ ইভেন্টে চার হাজারেরও বেশি মানুষ অংশ নেবেন।
কার্টার বলেছেন, এই শিল্পে ‘প্রতিযোগিতা’ বাড়লেও ক্যারিয়ার হিসাবে গেইমিংকে বেছে নেওয়ার জন্য বর্তমানে অনেক সুযোগ রয়েছে।
গেইমার, ডেভেলপার বা উদীয়মান ডেভেলপারদের উদ্দেশ্যে আয়োজিত এ উৎসবটি হাজার হাজার মানুষকে লন্ডন রোডের ‘জি লাইভ’-এ টেনে আনবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
কার্টার বলেছেন, “আমি এই শিল্পে কাজ শুরুর সময় এ খাতে ছিল ৯০ শতাংশ পুরুষ ও ১০ শতাংশ নারী। এরপর থেকে ১০ বছর বা ১৫ বছরে অর্থাৎ বর্তমানে এ খাতে নারী ও পুরুষের সংখ্যা ৫০-৫০ না হলেও অনেক ক্ষেত্রেই নারীদের সংখ্যা বেশি।
“বর্তমানে সবাই বুঝতে পারছে গেইমিং শিল্পে ক্যারিয়ার চমৎকার হতে পারে। এখানে প্রতিযোগিতা থাকলেও এর মানে এই নয় যে সেখানে মানুষের জন্য নতুন করে কাজের কোনও সুযোগ নেই।”
‘গিল্ডফোর্ডডটগেইমস’ উৎসবটির যাত্রা শুরু হয় ২০১৯ সালে এবং এতে রয়েছে গেইমিং খাতের ডেভেলপারদের আলোচনা করার সুযোগ ও প্যানেল। পাশাপাশি যারা গেইমিং শিল্পে আসতে আগ্রহী তাদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্যও স্থান রয়েছে এখানে।
কার্টার বলেন, এ বছর এ অনুষ্ঠানটিকে তারা একটি ডেভেলপার সম্মেলনে ভাগ করেছেন, যার লক্ষ্য এ শিল্পে আরও প্রতিষ্ঠিত ব্যক্তিদের টর্গেট করা ও উদীয়মান গেইমিং ডেভেলপারদের এ উৎসরে মাধ্যমে আরও সমর্থন যোগানো।