“টয়োটা বলেছে, তারা থাইল্যান্ডের যানবাহন উৎপাদন শিল্পে বড় সম্ভাবনা দেখে, বিশেষ করে পিক-আপ ট্রাক ও পরিবেশবান্ধব গাড়ির খাতে।”
Published : 10 Nov 2023, 04:38 PM
বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) শিল্প বিকাশ করার লক্ষ্যে টয়োটার সঙ্গে কাজ করবে থাইল্যান্ড।
বৃহস্পতিবার টয়োটার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।
“টয়োটা বলেছে, তারা থাইল্যান্ডের যানবাহন উৎপাদন শিল্পে বড় সম্ভাবনা দেখে, বিশেষ করে পিক-আপ ট্রাক ও পরিবেশবান্ধব গাড়ির খাতে।” --বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বলেছে থাইল্যান্ড সরকার।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডে নিজেদের প্রথম ইভি পিক-আপ ট্রাক নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা করার পরপরই টয়োটার এই ঘোষণা এল। এ ছাড়া, চীনা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর প্রতিযোগিতা মোকাবেলা করার লক্ষ্যে দেশটিতে ইভি বিক্রি বাড়ানোর লক্ষ্যস্থির করেছে জাপানভিত্তিক কোম্পানিটি।
কয়েক দশক ধরেই বিশ্বের দশম বৃহত্তম অটো হাব হিসেবে পরিচিত থাইল্যান্ডে একচেটিয়া রাজত্ব করছে টয়োটা ও হন্ডার মতো জাপানী কোম্পানিগুলো। এর পাশাপাশি, তারা থাইল্যান্ডকে নিজেদের প্রধান রপ্তানি ঘাটি হিসেবেও ব্যবহার করে থাকে।
থাইল্যান্ডের লক্ষ্য হল, ২০৩০ সাল নাগাদ দেশের বার্ষিক যানবাহন উৎপাদনের এক তৃতীয়াংশই ইভি’তে রূপান্তর করা, গাড়ির সংখ্যায় যেটি ২৫ লাখ।
এদিকে, অটোমেশন ও রোবটিক্স খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে গেল বৃহস্পতিবার বিভিন্ন অটোমেকার কোম্পানির জন্য তিন বছরের শুল্কবিহীন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে থাইল্যান্ড সরকার। এর আগে গত সপ্তাহে ইভি কেনার ক্ষেত্রে গ্রাহকের ভর্তুকির পরিমাণও কমিয়েছে দেশটি।
দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণপূর্ব এশিয়ার প্রায় অর্ধেক ইভি বিক্রি হয়েছে থাইল্যান্ডে, যেখানে শীর্ষে অবস্থান করছে ‘বিওয়াইডি’ ও ‘গ্রেট ওয়াল মটর’-এর মতো চীনা ব্র্যান্ড।