এ বছর আড়াই কোটি পিএস৫ বিক্রির লক্ষ্যমাত্রা থাকার কথা বলেছে সনি, যে মাইলফলক যে কোনো প্লে স্টেশন কনসোলের জন্য সর্বোচ্চ বিক্রির রেকর্ড।
Published : 29 Jul 2023, 06:59 PM
সব মিলিয়ে চার কোটিরও বেশি প্লেস্টেশন ৫ কনসোল বিক্রির কথা জানিয়েছে সনি গ্রুপ কর্পোরেশন। এর মাধ্যমে সাপ্লাই চেইনের জটিলতা কাটিয়ে ওঠার ইঙ্গিত মেলে।
“সাপ্লাই চেইন স্বাভাবিক করে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের পর গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে কয়েকমাস লেগে যায়।” —এক ব্লগপোস্টে লেখেন সনির সিইও জিম রায়ান।
“পর্যাপ্ত পিএস৫ রয়েছে আমাদের মজুদে, এবং আমরা দেখছি আমরা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছি।”
এ বছর তাদের আড়াই কোটি পিএস৫ বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে- বলেছে জাপানের প্রযুক্তি এবং বিনোদনের শীর্ষ কোম্পানিটি, এখন পর্যন্ত যে কোনো প্লে স্টেশন কনসোলের জন্য যা হবে সর্বোচ্চ বিক্রির রেকর্ড।
পিএস৪ এর বিক্রির পরিমাণের কাছাকাছি পৌঁছে গেছে সনি'র এই সর্বাধুনিক কনসোলটি —বলেছেন অ্যাম্পেরি অ্যানালাইসিসের বিশ্লেষক পিয়ার্স হার্ডিং-রোলস।
এর আগে, বছরের শুরুতে প্লেস্টেশন ৫-এর বিক্রি ছয় কোটি ছাড়িয়ে যাবে, এমন অনুমান প্রকাশ করেছিল সনি গ্রুপ অফ কর্পোরেশন।
তবে, কোভিড-১৯ চলাকালীন নিজেদের কাঁচামালের সাপ্লাই চেইন বাধাগ্রস্থ হওয়ায় কোম্পানিটি তীব্র চাহিদা সত্ত্বেও পর্যাপ্ত প্লেস্টেশন ৫ তৈরি করতে পারেনি।
করোনাভাইরাসের কারণে শুধু প্লেস্টেশন ৫ এর উৎপাদনে বিলম্ব ঘটেছে তেমন নয়। এর প্রভাব পড়েছে এক্সবক্স সিরিজ এক্সসহ অন্যান্য প্রযুক্তিপণ্যেও।