যুক্তরাষ্ট্রের আদালত যখন টেসলায় মাস্কের বেতন প্যাকেজটি বাতিল করার সিদ্ধান্ত নেয়, তখন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের বিরুদ্ধে বেশ কিছু পোস্ট করতে দেখা গেছে মাস্ককে।
Published : 16 Feb 2024, 12:54 PM
মার্কিন এক বিচারক টেসলায় ইলন মাস্কের পাঁচ হাজার ছয়শ কোটি ডলারের আর্থিক বেতন প্যাকেজটি বাতিল করে দেওয়ার পর ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে নিজস্ব ব্যবসা গুটিয়ে নিচ্ছেন মার্কিন এ ধনকুবের।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক ঘোষণা দেন, নিজেদের কর্পোরেট ঠিকানা ডেলাওয়্যার থেকে বদলে টেক্সাসে নিয়ে গেছে স্পেসএক্স। এর সঙ্গে টেক্সাসের ‘সেক্রেটারি অফ স্টেট’ অনুমোদিত এক সনদপত্রের ছবিও জুড়ে দেন তিনি।
“আপনার কোম্পানি যদি ডেলাওয়্যারে নথিভুক্ত থাকে, তবে সেখান থেকে যত দ্রুত সম্ভব সরে আসার পরামর্শ দিচ্ছি আমি,” পোস্টে লেখেন মাস্ক।
SpaceX has moved its state of incorporation from Delaware to Texas!
If your company is still incorporated in Delaware, I recommend moving to another state as soon as possible. pic.twitter.com/B7FLByL2dY
— Elon Musk (@elonmusk) February 15, 2024
মার্কিন বাণিজ্য সংবাদ প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি নিজের আরেক কোম্পানি নিউরালিংকের ব্যবসাও ডেলাওয়্যার থেকে বদলে নেভাডায় নিয়েছেন মাস্ক। এর আগে তিনি ঘোষণা দেন, কোম্পানিটি প্রথমবার একজন মানব রোগীর দেহে সফলভাবে ব্রেইন চিপ বসিয়েছে। আর এ ঠিকানা বদলের মাধ্যমে একই অঙ্গরাজ্যে মাস্ক নিয়ন্ত্রিত আরেক কোম্পানি এক্স-এর সঙ্গে যোগ দিল কোম্পানিটি।
২০২৩ সালেই ডেলাওয়্যার থেকে সরে এসেছিল এক্স, যখন এর ‘টুইটার’ নামটি পরিবর্তন করেছিলেন মাস্ক।
যুক্তরাষ্ট্রের আদালত যখন টেসলায় মাস্কের বেতন প্যাকেজটি বাতিল করার সিদ্ধান্ত নেয়, তখন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের বিরুদ্ধে বেশ কিছু পোস্ট করতে দেখা গেছে মাস্ককে।
এর মধ্যে একটি পোস্টে ব্যবহারকারীদের ওপর জরিপ চালিয়ে মাস্ক জিজ্ঞেস করেন, টেসলার কর্পোরেট ঠিকানা বদলে টেক্সাসে নেওয়া উচিৎ কি না।
“আপনার কোম্পানির নিবন্ধন কখনওই ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে করবেন না,” আরেক পোস্টে লেখেন তিনি।
“আমার পরামর্শ, আপনার কোম্পানি শেয়ারমালিদের দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে নেভাডা বা টেক্সাসে যাওয়াই ভালো।”