যারা চলনসই ইংরেজি জানেন, ও আরও উন্নতি করতে চাইছেন, বিশেষ করে তাদের জন্য চ্যাটজিপিটি ভালো একটি টুল হতে পারে।
Published : 02 Sep 2024, 04:10 PM
ভাষা শেখার ক্ষেত্রে কার্যকর টুল হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি। এটি কেবল কথা বলা ও লেখার দক্ষতা অনুশীলন করতেই সহায়তা করে না, বরং ব্যাকরণ ও শব্দভাণ্ডার নিয়েও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে।
কথোপকথনের দক্ষতা, পরীক্ষার প্রস্তুতিসহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারে এই সিস্টেম। আর একে ভাষাবিষয়ক ব্যক্তিগত গৃহশিক্ষক বলে আখ্যা দিয়েছে সামাজিক প্রকাশনা প্ল্যাটফর্ম মিডিয়াম।
যারা চলনসই ইংরেজি জানেন, ও আরও উন্নতি করতে চাইছেন, বিশেষ করে তাদের জন্য চ্যাটজিপিটি ভালো একটি টুল হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে চ্যাটজিপিটিকে বিভিন্ন প্রম্পট দিয়ে ইংরেজি দক্ষতা বাড়াবেন।
কথোপকথন প্র্যাকটিস করুন
চ্যাটজিপিটি ব্যবহার করে প্রথমেই নিজের কথোপকথন বা স্বাভাবিক সংলাপ অনুশীলন করতে পারেন। পাশাপাশি, বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে অনুশীলন করার জন্য স্ক্রিপ্টও তৈরি করতে পারেন।
উদাহরণ হিসেবে, চ্যাটজিপিটির প্রম্পট বক্সে লিখুন, “ক্যান ইউ রাইট এ চ্যাট বিটুইন টু পিপল অ্যাট এয়ারপোর্ট?” অর্থাৎ বিমানবন্দরে দুজন মানুষের মধ্যে কথোপকথন তুলে ধরার অনুরোধ করুন। এভাবে বিভিন্ন স্থান ও পরিস্থিতি উল্লেখ করে প্রম্পট লিখে এসব কথোপকথন থেকে ইংরেজি ভাষার উপস্থিত জ্ঞান বাড়াতে পারেন।
এ ছাড়াও, চ্যাটজিপিটির সঙ্গে ছোট ছোট আলাপ ধরনের লেখা শেয়ার করে তার উত্তর, লেখা, ব্যাকরণ, বাক্যগঠনের ভুল সংশোধন করার জন্যও বলতে পারেন।
ভোকাবুলারি বা শব্দভাণ্ডার উন্নত করুন
বেশি শব্দ জানা থাকলেই ইংরেজিতে আরও কার্যকরভাবে যোগাযোগ করা বা কথা বলা যায়। রোজকার ব্যবহারের জন্য বিভিন্ন শব্দ ও বাক্যাংশ শেখার ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন।
এ ছাড়া, উপযুক্ত প্রেক্ষাপট ও পদ্ধতিতে শব্দগুলোর প্রয়োগ সম্পর্কেও পড়তে পারবেন। কেউ আইইএলটিএস বা টোফল-এর মতো ইংরেজি দক্ষতা যাচাই পরীক্ষার প্রস্তুতি নিলে পরীক্ষা অনুযায়ী শব্দের তালিকাও চাইতে পারেন।
শব্দ তালিকার পাশাপাশি কেউ চাইলে ‘ওয়ার্ড গেইম’ খেলেও শব্দ শিখতে পারবেন চ্যাটজিপিটির মাধ্যমে। তিনটি উদাহরণ দেওয়া হল:
ওয়ার্ড অ্যাসোসিয়েশন: একটি শব্দ লিখে শুরু করুন এবং চ্যাটজিপিটিকে শব্দের সঙ্গে যুক্ত এমন আরেকটি শব্দ লিখতে বলুন। এভাবে নতুন শব্দ নিন ও আবার চ্যাটবটকে জিজ্ঞাসা করুন।
ওয়ার্ড স্ক্র্যাম্বল: চ্যাটজিপিটিকে একটি শব্দ এলোমেলোভাবে লিখতে বলুন, এরপর নিজে শব্দটি খুঁজতে চেষ্টা করুন।
ফিল ইন দ্য ব্ল্যাংক: চ্যাটজিপিটিকে অনুপস্থিত শব্দসহ কিছু বাক্য লিখতে বলুন। এরপর শব্দগুলো নিজে খুঁজুন।
শব্দ জানার পরে এর অর্থ জানতে বাড়তি প্রম্পট যোগ করতে পারেন।
ব্যাকরণ শেখার জন্য
চ্যাটজিপিটি বিভিন্ন উদাহরণও কুইজের মাধ্যমে ইংরেজি ব্যাকরণ শিখতে সাহায্য করতে পারে। ব্যবহারকারী ভার্ব, টেন্স, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে পাংচুয়েশন মার্ক পর্যন্ত জানতে চাইতে পারেন এআই চ্যাটবটের কাছে।
উদাহরণ হিসেবে, চ্যাটজিপিটির কাছে ‘প্রেজেন্ট পার্ফেক্ট টেন্স’ ব্যবহার করে কিছু বাক্য ও ব্যাখ্যা জানতে চাইতে পারেন। একইভাবে অন্যান্য টেন্সও জানতে চাইতে পারেন। আর শেখান থেকে শিখতে পারেন নিজে নিজেই।
পাশাপাশি, চ্যাটপজিপিটি ব্যক্তিগত গ্রামার চেকার বা ব্যাকরণগত ভুল ঠিক করার টুল হয়ে উঠতে পারে। ছোট কোনো লেখা বা প্যারাগ্রাফ লিখে চ্যাটবটের কাছে ভুল সংশোধন ও ব্যাখ্যা চাইলে ত্রুটি ধরিয়ে দেবে। মজার বিষয় হল, এটি কখনোই ব্যাখ্যা দিতে ক্লান্ত হবে না। একই ব্যাখ্যা কয়েকরকম উপায়েও চাইতে পারেন।
ঠিক একইভাবে ইংরেজি পড়া ও লেখার ক্ষেত্রে এটি ব্যবহারকারীকে বিভিন্ন স্ক্রিপট, ব্যাখ্যা ও বাক্য শিখিয়ে সাহায্য করতে পারে।
স্পিকিং বা ইংরেজি বলার ক্ষেত্রে কী করতে পারেন? ভালো ইংরেজি জানা না থাকলে অনেকেই মানুষের সঙ্গে কথা বলতে চান না, বিব্রত হওয়া বা লজ্জার ভয়ে। এমন হলে একা একা ইংরেজিতে কথা বলাই হয়ে ওঠে একমাত্র উপায়। তবে, এটি কিছুটা একঘেয়ে লাগতে পারে। এটি কাটাতেই চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন।
আগে সরাসরি এ উপায় না থাকলেও অ্যাপের ভয়েস মোড ব্যবহার করে স্পিকিং প্র্যাকটিস করা যায়। চ্যাটজিপিটি’র মোবাইল অ্যাপ চালু করে, নিচে ডান কোণায় ‘হেডফোন’ আইকনে চাপলেই ভয়েস মোড চালু হবে। এরপর ভয়েস চ্যাটে ব্যবহারকারীর যেভাবে ইচ্ছে কথা বলে প্র্যাকটিস করতে পারেন।