তাইওয়ানের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটি, যার যুক্তি সক্ষমতা রয়েছে এবং এটি প্রচলিত চীনা ও তাইওয়ানীয় ভাষার উপযোগী করে তৈরি।
Published : 10 Mar 2025, 05:08 PM
প্রথমবারের মতো নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম উন্মোচন করলো ফক্সকন। এলএলএম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ একটি শাখা যার অন্যতম প্রয়োগ হচ্ছে চ্যাটজিপিটির মতো পরিষেবায়।
তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা কোম্পানিটি সোমবার বলেছে, ‘ফক্সব্রেইন’ নামে নিজেদের এআই মডেল চালু করেছে তারা। উৎপাদন ও সরবরাহ চেইন ব্যবস্থাপনা উন্নত করতে এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের।
মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া’র ‘১২০টি এইচ১০০ জিপিইউ’ চিপ ব্যবহার করে এ এআই মডেলটিকে প্রশিক্ষণ দিয়েছে তারা এবং প্রায় চার সপ্তাহের মধ্যে এটির কাজ সম্পন্ন হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে বিশ্বের অন্যতম বড় চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স নির্মাতা কোম্পানিটি।
অ্যাপলের জন্য আইফোন অ্যাসেম্বল ও এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভারও তৈরি করে ফক্সকন। তারা বলেছে, মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লামা ৩.১-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এ এআই মডেলটি।
কোম্পানিটির দাবি, তাইওয়ানের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটি, যার যুক্তি সক্ষমতা রয়েছে এবং এটি প্রচলিত চীনা ও তাইওয়ানীয় ভাষার উপযোগী করে তৈরি।
ফক্সকন বলেছে, চীনের ডিপসিকের চেয়ে তাদের এআই মডেলটির পারফরম্যান্সে সামান্য ব্যবধান থাকলেও সার্বিকভাবে এর পারফরম্যান্স বিশ্বমানের এআই মডেলের মানের খুব কাছাকাছি।
রয়টার্স লিখেছে, প্রাথমিকভাবে এ এআই মডেলটিকে বিভিন্ন অ্যাপের জন্য ডিজাইন করেছে ফক্সকন। ডেটা বিশ্লেষণ, সিদ্ধান্তকে সমর্থন দেওয়া, নথি তৈরিতে সহযোগিতা, গণিত, যুক্তি, সমস্যা সমাধান ও কোড তৈরির বিভিন্ন কাজ করতে পারবে ‘ফক্সব্রেইন’।
কোম্পানিটি আরও বলেছে, এ মডেলটি তৈরির সময় নিজেদের তাইওয়ানভিত্তিক সুপার কম্পিউটার ‘তাইপেই ১’-এর মাধ্যমে সহায়তা দেওয়ার পাশাপাশি এটিকে প্রশিক্ষণের সময় কারিগরি পরামর্শও দিয়েছে এনভিডিয়া।
তাইওয়ানের সবচেয়ে বড় সুপার কম্পিউটার ‘তাইপেই ১’ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কাওশিউং-এ অবস্থিত, যেটির মালিকানা ও পরিচালনায় রয়েছে এনভিডিয়া।
মার্চের মাঝামাঝি সময়ে এনভিডিয়ার ডেভেলপার সম্মেলন ‘জিটিসি’-এ এআই মডেলটি সম্পর্কে বিস্তারিত জানাবে ফক্সকন।