নতুন আইফোন ১৬, ১৬ প্লাস এবং ১৬ প্রো মডেলগুলোয় এমনিতেই থাকবে অপারেটিং সিস্টেমটি, যেগুলো বাজারে আসবে ২০ সেপ্টেম্বর।
Published : 18 Sep 2024, 02:29 PM
অবশেষে বেটা সংস্করণে চালু হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮।
গেল সোমবার চালু করা অপারেটিম সিস্টেমটি ব্যবহারকারী নিজের আইফোনে ডাউনলোড ও ইনস্টল করার সুযোগ পাবেন, যদি সেটা এই ওএস-এর সঙ্গে কম্প্যাটিবল হয়। এ ছাড়া, আইফোন ১৬, ১৬ প্লাস এবং ১৬ প্রো মডেলগুলোয় এমনিতেই থাকবে অপারেটিং সিস্টেমটি, যেগুলো বাজারে আসবে ২০ সেপ্টেম্বর।
কম্প্যাটিবল ডিভাইসে আইওএস ১৮ আপডেট করতে প্রথমে ফোনের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। পরবর্তীতে, ‘জেনারেল’ অপশন থেকে ‘অ্যাবাউট’-এ প্রবেশ করে ‘সফটওয়্যার আপডেট’ অপশনটি বাছাই করতে হবে। এর পরপরই ডাউনলোড ও ইনস্টলেশনের প্রক্রিয়া শুরু হবে।
আইওএস ১৮ কোন ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে, তার একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। এর মধ্যে রয়েছে:
● আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম বা এর পরবর্তী)
● আইফোন এক্সআর
● আইফোন এক্সএস
● আইফোন এক্সএস ম্যাক্স
● আইফোন ১১
● আইফোন ১১ প্রো
● আইফোন ১১ প্রো ম্যাক্স
● আইফোন ১২
● আইফোন ১২ মিনি
● আইফোন ১২ প্রো
● আইফোন ১২ প্রো ম্যাক্স
● আইফোন ১৩
● আইফোন ১৩ মিনি
● আইফোন ১৩ প্রো
● আইফোন ১৩ প্রো ম্যাক্স
● আইফোন ১৪
● আইফোন ১৪ প্লাস
● আইফোন ১৪ প্রো
● আইফোন ১৪ প্রো ম্যাক্স
● আইফোন ১৫
● আইফোন ১৫ প্লাস
● আইফোন ১৫ প্রো
● আইফোন ১৫ প্রো ম্যাক্স
● আইফোন ১৬
● আইফোন ১৬ প্লাস
● আইফোন ১৬ প্রো
● আইফোন ১৬ প্রো ম্যাক্স
এর মধ্যে কিছু লুকানো ফিচারও চিহ্নিত করেছে এনগ্যাজেট, যার মধ্যে রয়েছে ‘অ্যাপল ম্যাপস’ অ্যাপে আপগ্রেড, রিমাইন্ডারের সঙ্গে ক্যালেন্ডারের সমন্বয় ও ‘মেসেজেস’-এর জন্য বর্ধিত ‘ট্যাপব্যাক’ অপশন, যার মাধ্যমে ব্যবহারকারী দেখার সুযোগ পান, তার বার্তায় কে কোন ইমোজি দিয়ে রিয়্যাক্ট করেছে।
এদিকে, সাফারি’তেও ‘হাইলাইটস’ নামের একটি ফিচার আসছে, যা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ওয়েব পেইজের সারাংশ ব্যবহারকারীর সামনে তুলে ধরবে।
আইওএস ১৮’র পাশাপাশি অ্যাপলের সকল প্রধান অপারেটিং সিস্টেমেই আপডেট এসেছে। এর মধ্যে রয়েছে ‘আইপ্যাডওএস ১৮’, ‘ভিশনওএস ২’, ‘ম্যাকওএস সেকোইয়া’, ‘টিভিওএস ১৮’ এবং ‘ওয়াচওএস ১১’।