রাইডশেয়ারিং প্লাটফর্মটি ২০২৪ সালে বাংলাদেশে তাদের অর্থনৈতিক প্রভাব বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে মঙ্গলবার। ওই প্রতিবেদনেই এমন দাবি করেছে কোম্পানিটি।
Published : 18 Feb 2025, 06:24 PM
২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার সমপরিমান অবদান রাখার দাবি করেছে রাইড শেয়ারিং অ্যাপ উবার।
রাইডশেয়ারিং প্লাটফর্মটি ২০২৪ সালে বাংলাদেশে তাদের অর্থনৈতিক প্রভাব বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে মঙ্গলবার। ওই প্রতিবেদনেই এমন দাবি করেছে কোম্পানিটি।
অনুষ্ঠানে বাংলাদেশে উবারের জনসংযোগ এজেন্সি বেঞ্চমার্ক পিআর-এর প্রধান নির্বাহী আশরাফ কায়সারের সঞ্চালনায় এক প্যানেল আলোচনায় অংশ নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন, সিপিডি'র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল।
এর আগে, গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট-এর টেক, মিডিয়া ও টেলিকম প্রধান এমি প্রাইস প্রতিবেদন উপস্থাপন করেন। ৪৮ পৃষ্ঠার এ সচিত্র প্রতিবেদনে দেশের অর্থনতিতে কোম্পানিটির রাখা বিভিন্ন প্রভাবের সন্নিবেশ ঘটলেও এতে কোম্পানিটির দাবি যাচাই করার মতো বিস্তারিত তথ্য মেলেনি।
২০২৪ সালের মে থেকে জুলাই মাসে জরিপ চালায় পাবলিক ফার্স্ট। এতে দ্বৈবচয়ন ভিত্তিতে গেটা দেশ থেকে এক হাজার ৭৩ জন গ্রাহক ও দুইশ ৬২ জন চালকের ওপর করা জরিপ ও উবার অ্যাপ থেকে পাওয়া তথ্যের সমন্বয় করার কথা বলেছে কোম্পানিটি।
প্রতিবেদনের ‘ইকোনমিক ইমপ্যাক্ট’ অংশে যে যে বিষয় বিবেচনায় এসেছে, তার মধ্যে রয়েছে উবার অ্যাপ ব্যবহার করে পাওয়া চালকদের আয়, চালকদের যানবাহন কেনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের ওপর সাপ্লাই চেইনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব, উবার প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে চালকদের অর্জিত আয় থেকে করা ব্যয়ের প্রভাব, উবারের কারণে যাতায়াতে মেলা স্বাচ্ছন্দ্যের ফলে স্থানীয় ব্যবসায় উবার যাত্রীদের বাড়তি ব্যয় এবং উবারের কারণে বেঁচে যাওয়া সময়ের মূল্য।
তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি প্রকাশ করলেও উবার এ সংক্রান্ত কোনো সংখ্যা প্রকাশ করেনি।
এতে প্রাপ্ত ফলাফলকে উবার বলছে, বাংলাদেশে উবারের সহায়তায় মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বিবেচনায় এই হিসাব একটি “গ্রস এস্টিমেট”।
২০২৪ সালে উবার মটো ও অটো সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে বলে দাবি করেছে কোম্পানিটি। উবারের দাবি অনুসারে শতকরা ৮২ জন যাত্রী অফিসে যাতায়াতের জন্য উবার ব্যবহার করেছেন। এতে প্রতি বছর আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে যা ৯৪ কোটি টাকার সমপরিমাণ।
২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটন শিল্পে অতিরিক্ত দুইশ ৯০ কোটি টাকার সমপরিমান অবদান রেখেছে ও ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করার দাবি করেছে কোম্পানিটি। ২০২৪ সালে উবারের মাধ্যমে বাংলাদেশের যাত্রীরা মোট ৬৬ হাজার নয়শ কোটি টাকার ভোক্তা উপযোগিতা লাভ করেছে।
শতকরা ৫০ ভাগ চালক মনে করেন, উবার প্ল্যাটফর্ম না থাকলে তাদের জন্য কাজের সুযোগ কমে যেত। ৭৬ ভাগ চালকের জন্য উবার তাদের উপার্জনের প্রথম উৎস।
শতকরা ৮১ ভাগ যাত্রী মনে করেন উবারের মাধ্যমে রাইড বুক করা রাস্তা থেকে গাড়ি নেওয়ার চেয়ে অনেক সহজ।
শতকরা ৯৫ ভাগ নারী যাত্রী বলেছেন, নিরাপত্তাই তাদের উবার ব্যবহারের অন্যতম প্রধান কারণ। শতকরা ৮৯ জন যাত্রী উবারকে রাতে বাড়ি ফেরার সবচেয়ে নিরাপদ মাধ্যম বলে মনে করেন।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, '২০২৪ অর্থনৈতিক প্রভাব প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে উবার দেশের পরিবহন ব্যবস্থাকে বদলে দিচ্ছে ও কর্মসংস্থান সৃষ্টি করছে।