অফারটি রাজধানীর মোহাম্মদপুরে সনি স্মার্টের নতুন শোরুমের পাশাপাশি সবগুলো শো রুমে পাওয়া যাবে।
Published : 23 Sep 2024, 05:10 PM
‘আমরা করবো জয়’ নামের নতুন অফারে সনি ব্রাভিয়া গুগল টিভি’র কয়েকটি মডেলে মূল্যছাড় দিয়েছে সনি।
এ অফারে ৪৩ ইঞ্চির সনি ব্রাভিয়া গুগল টিভি’র দাম পড়বে ৫৭৯০০ টাকা, ৫০ ইঞ্চির মডেলের দাম পড়বে ৭০ হাজার ডলার ও ৫৫ ইঞ্চির মডেলের দাম ৯৪ হাজার টাকা।
অফারটি রাজধানীর মোহাম্মদপুরে সনি স্মার্টের নতুন শোরুমের পাশাপাশি সবগুলো শো রুমে পাওয়া যাবে। তাজমহল রোডের নতুন এ শোরুমটি ছাড়াও অন্যান্য শো রুমের অবস্থান জানা যাবে সনি স্মার্টের ওয়েবসাইটে।