মার্সেইডিজ-এর প্রকৌশলীরা বলছেন, সোলার পেইন্ট-এর মাধ্যমে একটি ইভি গড়ে প্রতিদিন প্রায় ৩৪ মাইল পর্যন্ত গাড়ি চালানোর মতো শক্তি তৈরি করতে পারবে।
Published : 23 Nov 2024, 02:07 PM
গাড়ির সক্ষমতা বাড়াতে নতুন সব উপায় নিয়ে কাজ করছে মার্সেইডিজ-বেঞ্জ। ইভি যুগে প্রবেশের লক্ষ্যে একটি সোলার পেইন্ট বিকাশ করছে জার্মানির বিলাসবহুল এই গাড়ি কোম্পানিটি।
মার্সেইডিজ-বেঞ্জ বলেছে, তারা এমন একটি সোলার পেইন্ট নিয়ে কাজ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মতো জায়গায় প্লাগ ইন না করেই নিজেদের দৈনন্দিন কাজে গাড়ি চালাতে পারবেন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভির মালিকরা।
সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সাইট ‘গ্রিন কার রিপোর্টস’কে নিজেদের নতুন এক সৌর আবরণের প্রোটোটাইপ নিয়ে করা কাজ দেখিয়েছে মার্সেইডিজ। এই প্রোটোটাইপ’কে সোলার পেইন্ট হিসাবে বর্ণনা করেছে গাড়ি নির্মাতা কোম্পানিটি।
কিছু ইভি ও হাইব্রিড গাড়ি এমনকি জ্বালানী তেলে চলে এমন গাড়িতেও রয়েছে সৌর কোষের বিভিন্ন ব্যবস্থা। মার্সেইডিজ এমন একটি সোলার পেইন্ট তৈরি করছে, যেটি নিজের পুরো শ্যাসিকে সৌর-সক্রিয় উপাদান দিয়ে ঢেকে ফেলবে।
মার্সেইডিজ জানিয়েছে, মাত্র ৫ মাইক্রোমিটার পুরু ও প্রতি বর্গমিটারে ৫০ গ্রাম ওজনের এই আবরণটি বেশ পাতলা। একইসঙ্গে গাড়ির যে কোনও উপাদানে ব্যবহার করা যেতে পারে এটি। গাড়ির চাকা থেকে বাঁকা ফেন্ডার ও হুড ক্রিজের অংশ পর্যন্ত পৃষ্ঠেও ব্যবহার হতে পারে আবরণটির।
যে কোনও রঙের হতে পারে এই সোলার পেইন্ট। তবে বিভিন্ন গাঢ় রং এক্ষেত্রে ভাল কাজে দেবে বলে প্রতিবেদনে লিখেছে গ্রিন কার রিপোর্টস। কারণ, ভালভাবে আলো শোষণ করে গাঢ় রং। তবে সাদা ও রূপার মতো হালকা বিভিন্ন রংও আলোতে ভাল প্রতিফলিত হয়।
মার্সেইডিজ প্রকৌশলীরা বলেছেন, এই সোলার পেইন্টের রয়েছে ২০ শতাংশ কার্যক্ষমতা, যা বর্তমানে ব্যবহৃত গাড়ির সৌর কোষের সঙ্গে একেবারে মিলে যায়।
সোলার পেইন্ট-এর মাধ্যমে পুনরায় ফিরিয়ে আনা শক্তি গাড়ির উচ্চক্ষমতার ব্যাটারি প্যাকেও পাঠানো যাবে। সবসময়ই চালু থাকবে এই সোলার পেইন্ট এবং গাড়ি চালু বা বন্ধ অবস্থায় থাকুক না কেন সমসময়ই ব্যাটারিতে শক্তি যোগাবে এটি।
কোম্পানিটি বলছে, প্রতিদিন গড়ে প্রায় ২৯ মাইল গাড়ি চালান লস অ্যাঞ্জেলেসের গাড়ি চালকরা। তবে মার্সেইডিজ-এর প্রকৌশলীরা বলছেন, সোলার পেইন্ট-এর মাধ্যমে একটি ইভি গড়ি প্রতিদিন প্রায় ৩৪ মাইল পর্যন্ত গাড়ি চালানোর মতো শক্তি তৈরি করতে পারবে।
সোলার পেইন্টটি অনেকটা পেস্ট বা ঘন ও নরম আর্দ্র জাতীয় উপাদানের মতো। মার্সেইডিজ কীভাবে এটিকে ব্যবহার করবে যে বিষয়ে এখনও কিছু বলেনি কোম্পানিটি। তবে এটা নিশ্চিত যে সাধারণ রঙের মতো একে ব্রাশ ঘষে গাড়িতে লাগানো যাবে না।