শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর এআইবিষয়ক তৎপরতা ও শক্তি কাজে লাগিয়ে অন্যান্য খাতে আধিপত্য বিস্তার নিয়ে নিয়ন্ত্রকদের অস্বস্তিকর অবস্থানকেই এ পদক্ষেপ তুলে ধরে।
Published : 30 Jun 2024, 06:34 PM
চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেন এআই-এর সঙ্গে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এআই চুক্তি ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট তদন্তের মুখে পড়তে পারে। কারণ হিসাবে নিয়ন্ত্রকরা চুক্তির ‘এক্সক্লুসিভিটি ক্লজ’-এর উল্লেখ করেছেন।
পাশাপাশি, সার্চ জায়ান্ট গুগল ও স্যামসাংয়ের চুক্তি নিয়েও তদন্ত চলছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে ইইউ অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা তৃতীয় পক্ষের বাড়তি মতামত চাইবেন বলে গেল শুক্রবার বলেছেন ইইউ অ্যান্টিট্রাস্ট প্রধান মারগ্রেথ ভেস্টেগার।
শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর এআইবিষয়ক তৎপরতা ও শক্তি কাজে লাগিয়ে অন্যান্য খাতে আধিপত্য বিস্তার নিয়ে নিয়ন্ত্রকদের অস্বস্তিকর অবস্থানকেই এ পদক্ষেপ তুলে ধরে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
মার্চ মাসে মাইক্রোসফট, গুগল, ফেইসবুক ও বাইটড্যান্স মালিকানাধীন টিকটকসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের এআই চুক্তি নিয়ে একটি প্রশ্নমালা পাঠিয়েছেন ভেস্টেগার।
“আমরা উত্তরগুলো পর্যালোচনা করেছি। এখন মাইক্রোসফট ও ওপেনএআই-এর মধ্যে চুক্তির বিষয়ে তথ্যের জন্য একটি বাড়তি ফলো-আপ চেয়েছি। চুক্তির কিছু নির্দিষ্ট ধারা প্রতিযোগীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা সেটিই বুঝতে চাইছি আমরা।” – এক সম্মেলনে বলেছেন তিনি।
“ইউরোপীয় কমিশনের যে কোনো অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত আছি।” – বলেছেন মাইক্রোসফটের এক মুখপাত্র।
তবে, ওপেনএআই-এর সঙ্গে মাইক্রোসফটের চুক্তিতে নিয়ন্ত্রণের অনুপস্থিতির কারণে ইইউ’র একীভূত নিয়মের অধীন হবে না বলে জানিয়েছেন ভেস্টেগার।
এ ছাড়া, শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো ছোট এআই নির্মাতাদের অন্যান্য ব্যবসা ও ব্যবহারকারীর কাছে পৌঁছাতে বাধা দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভেস্টেগার।
“কিছু স্যামসাং ডিভাইসে গুগলের ছোট এআই মডেল ‘জেমিনাই ন্যানো’ প্রি-ইনস্টল করার বিষয়ে কোম্পানি দুটির চুক্তির প্রভাব আরও ভালভাবে বোঝার জন্য বাড়তি তথ্য চেয়ে অনুরোধ পাঠাচ্ছি আমরা।”
স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের স্মার্টফোনে নিজেদের জেনারেটিভ এআই প্রযুক্তি যোগ করার জন্য গুগল জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি সঙ্গে বহু বছরের চুক্তিতে পৌঁছেছে।
‘অ্যাকু-হায়ার্স’ এর দিকেও তাদের নজর রয়েছে বলে আরও জানিয়েছেন ভেস্টেগার। ‘অ্যাকু-হায়ার্স’ এর অর্থ হল, একটি কোম্পানি শুধু প্রতিভার জন্য অন্য কোম্পানিকে কিনে ফেলে। উদাহরণ হিসেবে, মার্চ মাসে ৬৫ কোটি টাকার বিনিময়ে স্টার্ট-আপ কোম্পানি ‘ইনফ্লেকশন’কে কিনেছে মাইক্রোসফট, যার ফলে ইনফ্লেকশনের বিভিন্ন এআই মডেল ব্যবহার করতে ও বেশিরভাগ কর্মীকে নিয়োগ দিতে পারবে মাইক্রোসফট।