টোকিও’র দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরির সর্বোচ্চ চূড়ার উচ্চতা তিন হাজার সাতশ ৭৬ মিটার। সাধারণত অক্টোবরের শুরু থেকেই এ পর্বতে তুষারপাত হতে দেখা যায়।
Published : 30 Oct 2024, 06:04 PM
এ বছর নিজের ওপর এখনও তুষারপাত ঘটতে দেখেনি জাপানের ফুজি পর্বত। আবহাওয়াবিদরা বলছেন, পর্বতটিতে সাদা তুষারের এ অনুপস্থিতি নতুন এক রেকর্ড গড়েছে।
টোকিও’র দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরির সর্বোচ্চ চূড়ার উচ্চতা তিন হাজার সাতশ ৭৬ মিটার। সাধারণত অক্টোবরের শুরু থেকেই এ পর্বতে তুষারপাত হতে দেখা যায়।
দেশটির ‘কোফুল লোকাল মিটিওরোলজিকাল অফিস’র আবহাওয়াবিদ ইউটাকা কাটসুটা বলেছেন, জাপানের সর্বোচ্চ পর্বতে এখন পর্যন্ত তুষারপাত হতে দেখা যায়নি।
এ পর্বতে তুষারপাতের রেকর্ড শুরু হয়েছিল ১৩০ বছর আগে, যেখানে পর্বতটির তুষারপাত ছাড়া সারা বছর কাটানোর সর্বশেষ ঘটনা এটি।
এর আগের রেকর্ডটি ছিল ২৬ অক্টোবর পর্যন্ত, যা ঘটেছে দুইবার, ১৯৫৫ সালে ও ২০১৬ সালে।
প্রতি গ্রীষ্মেই দুই থেকে তিন লাখ পর্বত আরোহী মাউন্ট ফুজি’তে পাড়ি জমিয়ে থাকেন বলে উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে।
এই রেকর্ডভাঙ্গা তুষার খরার খবরটি চাউর হওয়ার একদিন আগেই জাতিসংঘ সতর্ক করেছে, বৈশ্বিক জলবায়ু কর্ম পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন বন্ধে বিভিন্ন দেশের ভঙ্গুর অর্থনীতির যতটুকু কাজ করা প্রয়োজন, তারা সেটি থেকে ‘যোজন যোজন পিছিয়ে আছে’।
কাটসুটা আরও যোগ করেন, ফুজি পর্বতে তুষারপাত বিলম্বিত হওয়ার পেছনে সম্ভবত বৈশ্বিক উষ্ণতার ভূমিকা আছে।