এ চুক্তির আওতায় ইতালি সরকারের ব্যবহৃত টেলিফোন ও বিভিন্ন ইন্টারনেট পরিষেবার জন্য পুরোপুরিভাবে এনক্রিপশন পদ্ধতি সরবরাহ করবে স্পেসএক্স।
Published : 06 Jan 2025, 04:26 PM
নিরাপদ টেলিযোগাযোগ পরিষেবার জন্য দেড়শ কোটি ডলারের চুক্তি নিয়ে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইতালি।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ রোববার প্রতিবেদনে লিখেছে, স্পেসএক্সের স্টারলিংকনির্ভর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেরা পেতে আলোচনা চলছে। তবে পাঁচ বছরের চুক্তির বিষয়ে এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তারা।
প্রকল্পটি এরইমধ্যে ইতালির গোয়েন্দা পরিষেবা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন পেয়েছে বলে নাম প্রকাশ না করা সূত্রের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ।
এ বিষয়ে স্পেসএক্স ও ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় উভয়ই রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ চুক্তির আওতায় ইতালি সরকারের ব্যবহৃত টেলিফোন ও বিভিন্ন ইন্টারনেট পরিষেবার জন্য পুরোপুরিভাবে এনক্রিপশন পদ্ধতি সরবরাহ করবে স্পেসএক্স।
এতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির সামরিক বাহিনীর জন্য যোগাযোগ পরিষেবা ও সন্ত্রাসী হামলা বা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য দেশটিতে স্যাটেলাইট পরিষেবা চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ।
রোববার মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় তার ‘মার-এ-লাগো’র বাসভবনে আকস্মিক সফরে যান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সে সময় ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। আর এ ঘটনার পরই এমন খবর এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মার্কিন ধনকুবের ও প্রযুক্তি প্রধান ইলন মাস্কের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলেছেন মেলোনি।
রয়টার্স গত মাসে প্রতিবেদনে লিখেছিল, জানুয়ারির প্রথম দিকে পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে ইতালি। যাতে স্টারলিংকের স্যাটলাইটভিত্তিক সংযোগটি দেশে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা বাড়াতে কার্যকর সমাধান কি না তা খতিয়ে দেখতে পারেন তারা।