দেশটিতে নিজেদের কার্যক্রম বাড়ানোর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এ ঘোষণা দিয়েছে ফেইসবুকের মালিক কোম্পানিটি।
Published : 01 Oct 2024, 05:05 PM
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ২০২৫ সাল থেকে নিজেদের সর্বশেষ মিক্সড রিয়ালিটি হেডসেটের উৎপাদনসহ কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনেও বিনিয়োগ প্রসারিত করবে মেটা প্ল্যাটফর্মস।
মঙ্গলবার দেশটিতে নিজেদের কার্যক্রম বাড়ানোর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এ ঘোষণা দিয়েছে ফেইসবুকের মালিক কোম্পানিটি।
নিউ ইয়র্কে ভিয়েতনামের প্রেসিডেন্ট টু লামের সঙ্গে সাক্ষাতের মাত্র এক সপ্তাহ পর মেটার বৈশ্বিক জনসংযোগ প্রধান নিক ক্লেগের ভিয়েতনাম সফরের সময়ই এ ঘোষণা আসার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“২০২৫ সালের শুরু থেকে মেটা’র সর্বশেষ মিক্সড রিয়ালিটি হেডসেট কোয়েস্ট ৩এস-এর উৎপাদন ভিয়েতনামে প্রসারিত হবে।” – বলেছেন ক্লেগ।
বিনিয়োগের আকার ও ভিয়েতনামে বিদ্যমান কার্যক্রম সম্পর্কে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক জাবাব দেয়নি মেটা।
এ ছাড়া, সরবরাহকারীদের মাধ্যমে এ উৎপাদন করা হবে কি না তাও স্পষ্ট হয়নি রয়টার্সের প্রতিবেদনে।
“ভিয়েতনাম মেটার জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবেই রয়েছে। দেশটির লাখ লাখ ছোট ব্যবসা ও গ্রাহক আমাদের প্ল্যাটফর্মের ওপর নির্ভর করেন।” – বিবৃতিতে আরও বলেছেন ক্লেগ।
পাশাপাশি, দ্রুতই ভিয়েতনামে ‘মেটা এআই’-এর পরীক্ষা শুরু করবে কোম্পানিটি, যা এ বছরের শেষ নাগাদ পুরোপুরি চালু হতে পারে। এদিকে জুন মাসে, দেশটির মেসেঞ্জারে নিজেদের বিজনেস এআইয়ের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে মেটা প্ল্যাটফর্মস।