নাকাসনে যোগ দেবেন কোম্পানির ‘সেইফটি অ্যান্ড সিকিউরিটি’ কমিটিতে, যার ঘোষণা এসেছিল মে মাসে। ওই কমিটির নেতৃত্বে থাকবেন কোম্পানির সিইও স্যাম অল্টম্যান নিজেই।
Published : 15 Jun 2024, 08:03 PM
সম্প্রতি নিজেদের পরিচালনা পর্ষদে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)’র সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত জেনারেল পল নাকাসনেকে নিয়োগ দিয়েছে ওপেনএআই।
এনএসএ’র নেতৃত্ব দিতে নাকাসনেকে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০১৮ সাল থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটির প্রধান ছিলেন তিনি।
এনএসএ ছাড়ার আগে নাকাসনে একটি নিবন্ধ লিখেছিলেন, যেখানে ‘ফরেন ইন্টেলিজেন্স সার্ভেলিয়েন্স অ্যাক্ট’-এর ৭০২ ধারা নবায়ন করার পক্ষে সমর্থন জানান তিনি, যে নজরদারি প্রকল্পে এপ্রিলে নতুন করে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।
সংস্থাটির বিরুদ্ধে গোটা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ রয়েছে।
ওপেনএআই বলছে, নাকাসনে যোগ দেবেন কোম্পানির ‘সেইফটি অ্যান্ড সিকিউরিটি’ কমিটিতে, যার ঘোষণা এসেছিল মে মাসে। ওই কমিটির নেতৃত্বে থাকবেন কোম্পানির সিইও স্যাম অল্টম্যান নিজেই।
এদিকে, কমিটি’র ‘শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিভিন্ন সাইবার হুমকি দ্রুত শনাক্ত করা ও তা ঠেকানোর মাধ্যমে কীভাবে এআই প্রযুক্তির সহায়তা নিয়ে সাইবার নিরাপত্তা জোরদার করা যায়, সে বিষয়ে ওপেনএআইয়ের চলমান প্রচেষ্টাতেও’ নাকাসনে ভূমিকা রাখবেন বলে জানিয়েছে কোম্পানিটি।
সম্প্রতি ওপেনএআই এমন বেশ কিছু কর্মী ছাঁটাই করেছে, যারা কোম্পানিটির নিরাপত্তার সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে রয়েছেন কোম্পানির প্রধান বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভার, যিনি গত বছরের নভেম্বরে অল্টম্যানের ছাঁটাই ও পরবর্তীতে কোম্পানিতে তাকে পুনর্বহাল করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবং জ্যান লেইকে, যিনি এক্স-এ পোস্ট করেছিলেন, ‘চকচকে পণ্যের মোড়কে কোম্পানিটির নিরাপত্তা সংস্কৃতি ও অন্যান্য প্রক্রিয়া পিছিয়ে পড়েছে।”
“মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার বড় সম্ভাবনা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে। তবে, সে লক্ষ্যমাত্রা তখনই পূরণ হবে যখন এইসব উদ্ভাবন নিরাপদ উপায়ে বিকাশ ও স্থাপন করা যাবে,” এক বিবৃতিতে বলেন ওপেনএআইয়ের পর্ষদ প্রধান ব্রেট টেইলর।
“সাইবার নিরাপত্তার মতো খাতে জেনারেল নাকাসনের অতুলনীয় অভিজ্ঞতা ওপেনএআইয়ের ওই লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে, যেখানে ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ বা ‘এজিআই’ যেন গোটা মানবতার কাজে আসে, সে নিশ্চয়তা দিতে চায় কোম্পানিটি।”
বর্তমানে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদে আছেন নাকাসনে, অল্টম্যান, অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো, ল্যারি সামার্স, ব্রেট টেইলর, ড. সু ডেসমন্ড-হেলম্যান, নিকোল সেলিগম্যান ও ফিজি সিমো। এ ছাড়া, মাইক্রোসফটের নির্বাহী কর্মকর্তা ডি টেমপ্লেটন পর্ষদে একটি আসন পেলেও তার কোনো ভোটাধিকার নেই।