বেশির ভাগ কোম্পানির দর হারানোর দিনেও সূচক বেড়েছে; লেনদেনেও ছাড়াল ৭০০ কোটি টাকা।
Published : 24 Sep 2024, 08:53 PM
তড়তড়িয়ে শেয়ার দর বাড়ছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির; প্রায় এক মাসে দর বেড়েছে ৫৫ শতাংশ।
আগের দিনের মত ব্যাংক খাতের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রাখা ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারদরও বেড়েছে। গত তিন দিন ধরে এটি শেয়ারদর বাড়ার শীর্ষ তালিকায় আছে।
মঙ্গলবার এ দুই কোম্পানিসহ আরও বেশ কয়েকটি বড় মূলধনি কোম্পানির শেয়ারদর বৃদ্ধির ওপর ভর করে সূচকে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির দর কমেছে।
এদিন সূচকের সঙ্গে লেনদেনেও বেড়েছে। সাত দিন পর লেনদেন আবার ৭০০ কোটি টাকার বেশি হয়েছে। আগের দু’দিন লেনদেন ছিল পৌনে ৭০০ কোটির টাকার মত। সোমবার লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকা।
লেনদেনের তথ্য অনুযায়ী, আগের দিনের ধারাবাহিকতায় সূচকের উত্থানে শুরু হয় ডিএসইর লেনদেন। পৌনে এক ঘণ্টা ধরে ঊর্ধ্বগতিতে সূচক ৫ হাজার ৮০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। এসময় যোগ হয় আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট। সেখান থেকে আগের কয়েক দিনের মত বিক্রয় চাপ বাড়লে ব্যাংক, বীমা, ওষুধ ও প্রকৌশল খাতের বেশির ভাগের শেয়ারদর কমে যায়। এর প্রভাবে সূচকও কমে যায়। দিন শেষে ১৭ পয়েন্ট বেড়ে ডিএসইর সূচক দাঁড়ায় ৫ হাজার ৭৭৭ দশমিক ৯৫ পয়েন্টে।
এদিন শেয়ারদর হারিয়েছে ২৬২টির, বেড়েছে ৯৩টির এবং আগের দরে লেনদেন হয় ৪০টির।
মঙ্গলবার লেনদেনে আসা ব্যাংকের শেয়ারের মধ্যে ২৮টির দর হারালেও শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার হাত বদল হয় ২৯ কোটি টাকার। গত কয়েকদিন ধরে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে থাকা শেয়ারটি আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ দর বেড়ে সবশেষ ৬৪ টাকা দরে লেনদেন হয়।
অপরদিকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দরও গত প্রায় এক মাস ধরে বাড়ছে। এদিনও শেয়ার দর বৃদ্ধিতে পঞ্চম অবস্থানে ছিল এটি।
ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, গত ৪ অগাস্ট শেয়ারটি ২৪১ টাকা ৪০ পয়সায় লেনদেন হলেও সবশেষ তা ৩৭৪ টাকা ১০ পয়সায় হাত বদল হয়। মঙ্গলবার দর বাড়ে ৬ দশমিক ৫৫ শতাংশ।
গত ২৮ দিনে শেয়ারটির দর বেড়েছে ১৩২ টাকা ৭০ পয়সা বা ৫৫ শতাংশ।
এদিন একক কোম্পানি হিসেবে শেয়ার দরবৃদ্ধিতে শীর্ষে ছিল গ্রামীণওয়ান স্কিম-২ মিউচুয়াল ফান্ড ও বিকন ফার্মা। অন্যদিকে শেয়ার দর হারানোর তালিকায় ছিল খান ব্রাদার্স ওভেন ব্যাগ, নিউ লাইন ক্লোথিংস ও ওরিয়ন ইনফিউশন।
এদিন একক খাত হিসেবে মোট লেনদেনে আগের দিনের মত দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থেকে ওষুধ ও রসায়ন খাত অবদান রাখে ১৮ দশমিক ৯১ শতাংশ। তৃতীয় অবস্থানে উঠে এসেছে টেলিকম খাতের শেয়ার।
ডিএসইর প্রধান সূচকের সঙ্গে এদিন শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে হয় ২ হাজার ১০৯ পয়েন্ট।