টানা তিন দিন উত্থানের পর টানা তিন দিন বিপরীত প্রবণতা দেখল ডিএসই।
Published : 26 Jan 2025, 04:32 PM
টানা তৃতীয় কার্যদিবস সূচকে পতন দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই); কমেছে লেনদেনও।
আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট হারিয়ে রোববার সপ্তাহের প্রথম দিন প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২; যা আগের দিন ছিল ৫ হাজার ১৬৬।
এদিন লেনদেনের শুরু থেকেই সূচক কমতে থাকে। শেষ বেলায় বেচা-কেনার চাপ বাড়লেও তা ঘুরে দাঁড়ানোর মত ছিল না। ফলে তিন দিনে সূচক কমল ৭০ পয়েন্ট।
গত ছয় কার্যদিবসের মধ্যে প্রথম তিন দিন সূচক ছিল ঊর্ধ্বমুখী। পরের তিন দিন ছিল বিপরীতমুখী প্রবণতা।
অধিকাংশ কোম্পানির শেয়ার দর হারানোয় রোববার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩১৮ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৫৬ কোটি ২৬ লাখ টাকা।
ডিএসইর প্রধান মূল্য সূচক পুনর্গঠনের পর গত ১৯ জানুয়ারি লেনদেন শুরু হয়। এতে ৭৩টি বৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স তালিকায় কোম্পানির সংখ্যায় দাঁড়ায় ৩২৬টি।
ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, মূল বাজারে শেয়ার লেনদেন কমলেও ব্লক মার্কেটে লেনদেনে খুব একটা প্রভাব পড়েনি। এ বাজারে ১৮ কোটি ৩২ লাখ টাকা লেনদেন করে ১৫টি কোম্পানি।
এদিন লেনদেনে আসা ৪০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৬১টির ও আগের দরে লেনদেন হয় ৬৭টির।
লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং ব্যাংক খাত। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭ দশমিক ৪৪ শতাংশ (প্রায় ৫৫ কোটি টাকা) লেনদেন করে বস্ত্র খাত।
দিন শেষে সবচেয়ে বেশি দর বাড়ে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ফার কেমিক্যাল ও সোনারগাঁও টেক্সটাইলসের।
সবচেয়ে দাম হারায় কেয়া কসমেটিকস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও মুন্নু সিরামিকস।