নিয়োগের ৪ মাস পর জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্সে প্রশাসক পরিবর্তন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
Published : 21 Jun 2021, 06:55 PM
সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সুলতান-উল-আবেদীন মোল্লার স্থলাভিষিক্ত হলেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
রফিকুল ইসলাম ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একজন পরামর্শদাতা ছিলেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিভিন্ন অনিয়মের কথা বলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ স্থগিত করে দিয়ে প্রশাসক বসায় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা- আইডিআরএ। প্রায় সাড়ে চার মাস পরে প্রশাসক পরিবর্তন করেছে আইডিআরএ।
সে সময় ডেল্টা লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বীমা খাতের নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ঘুষ দাবির যে অভিযোগ করা হয়েছিল।
স্থগিত হয়ে যাওয়া পরিচালনা পর্ষদের পরিচালক যেয়াদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা চার মাসে অনেক অনিয়ম করেছেন। সেগুলো আমরা জানিয়েছি। তার ভিত্তিতে তাকে পরিবর্তন করা হয়েছে।”
এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান এম মোশারফ হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি।