ইসলামী ব্যাংকের ১০ শতাংশ টাকা লভ্যাংশ ঘোষণা
Published : 24 Apr 2024, 08:48 PM
ইসলামী ব্যাংক ২০২৩ অর্থবছরে শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ টাকা নগদ লভ্যাংশ দেবে।
ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলমের সভাপতিত্বে বুধবার পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ সুপারিশ করা হয়।
ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ দেওয়া হবে বলে বুধবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মে ২০২৪। ওই তারিখ পর্যন্ত যারা শেয়ার ধারণ করবেন, কেবল তারাই লভ্যাংশ পাবেন।
৩১ মার্চ শেষ হওয়া ২০২৪ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণীও অনুমোদন করা হয় পর্ষদ সভায়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, এমডিও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডিএসডি ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ সভায় উপস্থিত ছিলেন।