সবচেয়ে বেশি ৫০০ কোটি টাকা তুলতে পারবে ইসলামী ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে ট্রাস্ট ব্যাংক।
Published : 19 Nov 2024, 08:52 PM
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের পাঁচটি ব্যাংক বন্ড ছেড়ে দুই হাজার কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি এই অর্থ তোলার অনুমোদন দিয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ৫০০ কোটি টাকা তুলতে পারবে ইসলামী ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে ট্রাস্ট ব্যাংক।
ঢাকা ব্যাংক ও ব্যাংক এশিয়া তুলতে পারবে ৪০০ কোটি টাকা করে। এক্সিম ব্যাংককে ২৫০ কোটি টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই পাঁচ ব্যাংকের মধ্যে ইসলামী ও এক্সিম ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে গিয়ে হিমশিম খাচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন এসেছে।
এর মধ্যে ইসলামী ও এক্সিম ব্যাংক সবল ব্যাংকগুলো থেকে অর্থ ধারও নিচ্ছে। গত সপ্তাহেই ইসলামী ব্যাংককে ২ হাজার ৯৫ কোটি টাকা ধার দিয়েছে সাতটি সবল ব্যাংক। এক্সিম ব্যাংক নিয়েছে ৭০০ কোটি টাকা।
চার দিন যেতে না যেতেই এক্সিম ব্যাংক ফের ধার করেছে। দুর্বল এ ব্যাংকসহ তিনটিকে ধার দেওয়া হয়েছে ২৬৫ কোটি টাকা, এর মধ্যে একটি এক্সিম। তবে কোন ব্যাংক কত টাকা পেয়েছে, সেটি এবার জানানো হয়নি।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ডগুলো হবে নন কনভার্টেবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল। এর রেট থাকবে ফ্লোটিং। বন্ডের অর্থ দিয়ে ব্যাংকগুলো টিয়ার-২ মূলধন বাড়াবে।