আগের দিনের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। লেনদেন বেড়ে দাঁড়িয়েছি ৩৬২ কোটি ৬৭ লাখ টাকা।
Published : 06 Jan 2025, 06:00 PM
সার্ভার বিভ্রাটে সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন কিছুটা কমলেও দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সোমবার আগের দিনের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৬২ কোটি ৬৭ লাখ টাকা।
লেনদেন এক ঘণ্টা কম হওয়া প্রথম কার্যদিবসে এর পরিমাণ ছিল ৩১১ কোটি ৬৬ লাখ টাকা। আর সূচক ছিল ৫ হাজার ১৬৫ পয়েন্ট।
দ্বিতীয় কার্যদিবসে মোট লেনদেনের ১৩ কোটি ৭০ লাখ টাকা হয় ব্লক মার্কেটে। এদিন একক কোম্পানি হিসেবে সর্বোচ্চ ৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয় মিডল্যান্ড ব্যাংকের।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল থেকেই বাজারের প্রবণতা ছিল ঊর্ধবমুখী, যা অব্যাহত থাকে শেষ বেলা পর্যন্ত। দিন শেষ সূচক দাঁড়ায় ৫ হাজার ১৯৮ পয়েন্ট।
এদিন ২২৩টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়; কমে ১০১টির। আগের দরে হাতবদল হয় ৭৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনে সবচেয়ে বেশি অবদান রাখে ব্যাংক খাত। দ্বিতীয় স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। খাদ্য ও আনুসঙ্গিক খাতের শেয়ার চলে আসে তৃতীয় স্থানে।
দাম বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে উঠে আসে প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। এরপর ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও অগ্নি সিস্টেম।
এদিন সবচেয়ে দাম কমে গ্লোবাল হেভি কেমিক্যালস, রিজেন্ট টেক্সটাইল ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।
ডিএসইর সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যায় পড়ে আগের দিন লেনদেন দেড় ঘণ্টা বিলম্বে শুরু হয়।
স্বাভাবিক নিয়মে বেলা আড়াইটার পরিবর্তে সেদিন লেনদেন সময় আধা ঘণ্টা বাড়িয়ে ৩টা পর্যন্ত চালায় ডিএসই।